তেলেঙ্গানা ইস্যু : কালহরণের কৌশল কেন্দ্রের

টু জি স্পেকট্রামের মেঘ এখনও কাটেনি, তার মধ্যেই আবার ফিরে এল তেলেঙ্গানা ইস্যু। টুজি-র মতোই তেলেঙ্গানা নিয়ে দীর্ঘদিন ধরেই জেরবার ইউপিএ সরকার। পৃথক তেলেঙ্গানার দাবিতে অন্ধ্রপ্রদেশেই দলের ভিতরেই যে ফাটল ধরেছে, তা মেরামতিতে এই মুহূর্তে আর কোনও পথই দেখছে না কংগ্রেস।

Updated By: Oct 1, 2011, 08:10 PM IST

টু জি স্পেকট্রামের মেঘ এখনও কাটেনি, তার মধ্যেই আবার ফিরে এল তেলেঙ্গানাইস্যু। টুজি-র মতোই তেলেঙ্গানা নিয়ে দীর্ঘদিন ধরেই জেরবার ইউপিএ সরকার।
পৃথক তেলেঙ্গানার দাবিতে অন্ধ্রপ্রদেশেই দলের ভিতরেই যে ফাটল ধরেছে, তা মেরামতিতে এই মুহূর্তে আর কোনও পথই দেখছে না কংগ্রেস। দলের কোর গ্রুপের বৈঠকও কোনও সমাধানের পথ দেখাতে পারেনি। চাপে পড়ে এখন তেলাঙ্গানা ইস্যুতে সময়চুরির কৌশলেই হাঁটতে চাইছে কেন্দ্র। ফলে, তেলেঙ্গানা ইস্যুতে আরও আলোচনার প্রয়োজন বলে আপাতত বিষয়টি সামলানোর চেষ্টা করেছেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার প্রণব মুখোপাধ্যায়। ইতিমধ্যেই, প্রধানমন্ত্রীর কাছে পৃথক রাজ্যের দাবি জানাতে দিল্লিতে এসে পৌঁছেছেন TRS প্রধান কে চন্দ্রশেখর রাও। গত দুমাস ধরে লাগাতার পর্যালোচনার পর তেলেঙ্গানা নিয়ে রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। শুক্রবারই কংগ্রেস কোর কমিটিতে এই রিপোর্ট পেশ করেছেন তিনি। কিন্তু, আরও আলোচনার প্রয়োজনীয়তা ছাড়া এই রিপোর্টে
তেলেঙ্গানাপন্থীদের জন্য কোনও বার্তাই দিতে পারেননি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
এই পরিস্থিতিতে, ঘরে বাইরে চাপ যে কয়েকগুণ বেড়ে যাবে, তা ভালোভাবেই বুঝতে পেরেছে কংগ্রেস হাইকমান্ড। তাই সময় কেনার কৌশলে ভর করেই আপাতত সমস্যা
থেকে গা বাঁচানোর চেষ্টা করছেন তারা। লাগাতার উনিশদিনের আন্দোলনের জেরে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের পরিস্থিতি যে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে, তা বেশ
বুঝতে পেরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু, দলীয় সভানেত্রীর সঙ্গে আলোচনা করেও এই সঙ্কট থেকে বেরনোর কোনও পথই বাতলাতে পারেননি তিনি। এদিকে,
আন্দোলন করে রাজ্যের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টাকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রাও। তবে,
তাঁর এই হুমকিকে তেমন গুরুত্ব দিতে নারাজ অন্ধ্রেরই কংগ্রেসের একাংশ। ইতিমধ্যেই জয়েন্ট অ্যাকশন কমিটির পাশে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেসের বহু নেতা।
শনিবার রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন অন্ধ্রের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী। স্বভাবতই ক্রমশ গভীর হতে থাকা ফাটল চিন্তায় ফেলেছে হাইকমান্ডকে। পৃথক
রাজ্যের দাবি নিয়ে সদলবলে দিল্লিতে এসে পৌঁছেছেন TRS প্রধান কে চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। আরও আলোচনার
প্রয়োজনের যুক্তিতে কি তাঁকেও আর কতদিন ঠেকিয়ে রাখতে পারবে কংগ্রেস?

Tags:
.