তেলেঙ্গানা ইস্যু: হায়দরাবাদকে কি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হবে? আজ বসছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বিশেষ বৈঠক

অন্ধ্রপ্রদেশের বিভাজন বিষয়ে বিরোধী কন্ঠকে শান্ত করতে ইউপিএ সরকার এখন গভীর সঙ্কটে। হায়দরাবাদের `স্টেটাস` কী হবে তা নিয়ে ফের একবার ভাবতে বসেছে কেন্দ্র সরকার। সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমার জন্য হায়দরাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হবে কী না, তা নিয়ে বেশ সমস্যায় পড়েছে কেন্দ্র।

Updated By: Feb 7, 2014, 02:26 PM IST

অন্ধ্রপ্রদেশের বিভাজন বিষয়ে বিরোধী কন্ঠকে শান্ত করতে ইউপিএ সরকার এখন গভীর সঙ্কটে। হায়দরাবাদের `স্টেটাস` কী হবে তা নিয়ে ফের একবার ভাবতে বসেছে কেন্দ্র সরকার। সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমার জন্য হায়দরাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হবে কী না, তা নিয়ে বেশ সমস্যায় পড়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় মন্ত্রীসভার একটি বিশেষ বৈঠকে আজ তেলেঙ্গানা ইস্যু নিয়ে আলোচনা হতে চলেছে। কংগ্রেস চাইছে তেলেঙ্গানা বিল নিয়ে ঐক্যমত তৈরি করে আগামী সপ্তাহেই বিলটি সংসদে পেশ করতে।

হায়দরাবাদ ইস্যু ছাড়া ভাদ্রাচালাম সাব ডিভিশনকে সীমান্ধ্রর অন্তর্গত করার প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রর পক্ষ থেকে।

গতকালও তেলেঙ্গানা ইস্যু নিয়ে মন্ত্রীসভার বৈঠক হয়। সেখানে অন্ধ্রপ্রদেশের বিভাজন নিয়ে বিবিধ মত উঠে আসে। সীমান্ধ্রের কেন্দ্রীয় মন্ত্রীরা হায়দরাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি তোলেন। তার সঙ্গেই অন্ধ্রপ্রদেশকে তেলেঙ্গানা ও অবশিষ্ট অন্ধ্রপ্রদেশে ভাগ করতে বলেন তাঁরা। যদিও তেলেঙ্গানাপন্থীরা এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন।

অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি রাজ্য বিভাজনের বিপক্ষে দিল্লির যন্তর মন্তরে ধরনা শুরু করলে চাপ বাড়ে কংগ্রেসের উপর। রেড্ডি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। অন্ধ্র বিধানসভা ইতিমধ্যেই রাজ্য বিভাজনের বিলটি প্রত্যাখান করেছে।

সংসদে বিরোধী বেঞ্চে বসে বিজেপি নতুন রাজ্য তেলেঙ্গানা গঠনের বিষয়টিকে সম্পূর্ণ সমর্থন করলেও কংগ্রেসের জোট সঙ্গীদের মধ্যেই এই নিয়ে তীব্র বিরোধিতা দেখা গেছে। দ্বিমত দেখা গেছে কংগ্রেসের অন্দরমহলেও। রাজ্যসভায় কোনও রকমে বিলটি পাস করা গেলেও বর্তমান পরিস্থিতিতে লোকসভায় বিলটি পাশ করাতে সরকার প্রভূত সমস্যার সম্মুখীন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গতকাল তেলেঙ্গানা ইস্যুতে সংসদের উচ্চকক্ষে তুমুল হট্টগোল তৈরি হয়। তিনজন লোকসভা সাংসদ ইতিমধ্যেই মনমোহন সিং সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব এনেছেন।

.