চার রাজ্যে রাজ্যসভার ভোটগ্রহণ শুরু, বাম ও কংগ্রেস শিবিরে ভাঙন তিন বাম ও দুই কংগ্রেস বিধায়কের ভোট গেল ঘাসফুলের দিকে, উঠছে প্রার্থী কেনাবেচার অভিযোগ
শুরু হল চার রাজ্যে রাজ্যসভার ১৮ আসনে ভোট গ্রহণ। ভোট পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, অন্ধ্র প্রদেশে। ভোটে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক নেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলবে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত। অন্ধ্রপ্রদেশে ছটি, পশ্চিমবঙ্গে পাঁচটি, ওড়িশায় চারটি,অসমে তিনটি আসনের জন্য হবে ভোট গ্রহণ। আজই বিকেল পাঁচটা নাগাদ হবে গণনা।
শুরু হল চার রাজ্যে রাজ্যসভার ১৮ আসনে ভোট গ্রহণ। ভোট পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, অন্ধ্র প্রদেশে। ভোটে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক নেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলবে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত। অন্ধ্রপ্রদেশে ছটি, পশ্চিমবঙ্গে পাঁচটি, ওড়িশায় চারটি,অসমে তিনটি আসনের জন্য হবে ভোট গ্রহণ। আজই বিকেল পাঁচটা নাগাদ হবে গণনা।
বাম ও কংগ্রেস শিবিরের ভোট ভাঙিয়ে চতুর্থ প্রার্থীর জয় নিশ্চিত করল তৃণমূল। তৃণমূলের পক্ষে ভোট দিলেন গলসির বাম বিধায়ক সুনীল মণ্ডল। আরএসপি বিধায়ক দশরথ তিরকে ও বাম বিধায়ক অনন্ত দেব অধিকারীও ভোট দেন তৃণমূলের পক্ষে। কোতুলপুরের কংগ্রেস বিধায়ক সৌমিত্র খান, কংগ্রেস বিধায়ক ইমানী বিশ্বাসও ভোট দেন তৃণমূলের পক্ষে।রাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসনে শুরু হল নির্বাচন।
তৃণমূল প্রার্থী দিয়েছে চারটি আসনে। পছন্দের ক্রমানুসারে তৃণমূলের চারজন প্রার্থী হলেন মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী, কে ডি সিং এবং আহমেদ হাসান। বামেদের একমাত্র প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ও বাম সমর্থিত নির্দল প্রার্থী এম এ মালিয়াবাদী। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কোনও প্রার্থীকে জিতিয়ে আনতে কমপক্ষে উনপঞ্চাশটি আসন প্রয়োজন। সেক্ষেত্রে, তৃণমূল সরাসরি তিন প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে। বামেরাও তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে।