মাউন্ট নুন থেকে আকাশ ছুঁল দুই বাংলার মৈত্রী
Updated By: Jul 10, 2015, 07:38 PM IST
পর্বতারোহণেও জয়ী হল দুই বাংলার মৈত্রী। প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীরের মাউন্ট নুন শৃঙ্গ জয় করল ভারত-বাংলাদেশ যৌথ পর্বতারোহী দল।
এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে ২১ জুন যাত্রা শুরু করেছিলেন ১৪ জন অভিযাত্রী। তাঁদের মধ্যে সাতজন ৭ জুলাই সাতহাজার ১৩৫ মিটারের মাউন্ট নুন শৃঙ্গে পৌছেছেন। শৃঙ্গজয়ীরা হলেন বসন্ত সিংহ রায়, বিশ্বনাথ সাহা, অসীম কুমার মণ্ডল, রোহিত মজুমদার, কৌশিক বিশ্বাস এবং রিফত্ হাসান। এর মধ্যে রিফত্ হাসান প্রথম বাংলাদেশী নাগরিক যিনি মাউন্ট নুন জয় করলেন।
জম্মু কাশ্মীরে হিমালয়ের জোড়া শৃঙ্গ কুন ও নুন। কুন শৃঙ্গর উচ্চতা ৭,০৭৭ মিটার, নুনের উচ্চতা ৭,১৩৫ মিটার।