দখিনা বাতাস মোদী ক্যাম্পে, চন্দ্রবাবুর দল ফিরল এনডিএ-তে

ভোটের আগে নরেন্দ্র মোদীর ঘরে ঢুকল দক্ষিণের স্বস্তির হাওয়া। এনডিএতে ফিরলেন চন্দ্রবাবু নাইডু। হায়দরাবাদে তেলুগু দেশম পার্টি ও বিজেপির যৌথ সাংবাদিক বৈঠকে করা হল জোটের ঘোষণা। আসন সমঝোতা নিয়ে, গতকালই যাবতীয় মতপার্থক্য মিটিয়ে ফেলে দুপক্ষ।

Updated By: Apr 6, 2014, 03:21 PM IST

ভোটের আগে নরেন্দ্র মোদীর ঘরে ঢুকল দক্ষিণের স্বস্তির হাওয়া। এনডিএতে ফিরলেন চন্দ্রবাবু নাইডু। হায়দরাবাদে তেলুগু দেশম পার্টি ও বিজেপির যৌথ সাংবাদিক বৈঠকে করা হল জোটের ঘোষণা। আসন সমঝোতা নিয়ে, গতকালই যাবতীয় মতপার্থক্য মিটিয়ে ফেলে দুপক্ষ।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও,বিজেপি সূত্রে খবর, তেলেঙ্গানায় আটটি লোকসভা ও ৪৫টি বিধানসভা আসন বিজেপিকে ছাড়তে রাজি হয়েছেন চন্দ্রবাবু নাইডু। সীমান্ধ্রায় বিজেপিকে ১৫টি বিধানসভা ও পাঁচটি লোকসভা আসন ছেড়ে দিচ্ছেন তিনি। চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন নরেন্দ্র মোদীর উন্নয়নের স্লোগানে সাড়া দিয়েই ফের বিজেপির হাত ধরছেন তিনি।

এদিকে খবর তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) একাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোটের সব সম্ভাবনা উড়িয়ে দিলেন টিডিপি প্রধান কে এস চন্দ্রশেখর।

.