কাল ভোট যজ্ঞ শুরু দেশে, বাম দুর্গ ত্রিপুরায় লড়াইয়ে তৃণমূল
প্রথম দফার নির্বাচনে সাতই এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোটগ্রহণ । শনিবারই শেষ হয়েছে ভোটপ্রচার। মূল লড়াই সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে হলেও এই কেন্দ্রে এবারই প্রথম প্রার্থী দিয়েছে তৃণমূল। লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি। কংগ্রেস থেকে বেরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসও।
প্রথম দফার নির্বাচনে সাতই এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোটগ্রহণ । শনিবারই শেষ হয়েছে ভোটপ্রচার। মূল লড়াই সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে হলেও এই কেন্দ্রে এবারই প্রথম প্রার্থী দিয়েছে তৃণমূল। লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি। কংগ্রেস থেকে বেরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসও।
পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে মোট ভোটার ১২ লক্ষ ৪৬ হাজার ৭৯৪ জন। পুরুষ ভোটার-৬ লক্ষ ৩৪ হাজার ৭০২ জন। মহিলা ভোটারের সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার বিরানব্বই । ভোটগ্রহণ হবে মোট ১ হাজার ৬০৫টি কেন্দ্রে । এই আসনে লড়াই মূলত সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে।
পরিবর্তনের স্লোগান দিয়ে এবারই প্রথম এই কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করছে তৃণমূল কংগ্রেস। লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপিও। অন্যদিকে, কংগ্রেস থেকে বেরিয়ে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস গঠন করেছেন সুবল ভৌমিক। প্রথমে তৃণমূলের সঙ্গে জোটের ঘোষণা করেও পরে তা ভেস্তে যায়। ফলে এককভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস। প্রার্থী দলের সুপ্রিমো সুবল ভৌমিক। সবমিলিয়ে জমজমাট ভোট ময়দান। শনিবারই শেষ হয়েছে ভোটপ্রচার। শেষবেলার প্রচারে ব্যস্ত ছিল সব রাজনৈতিক দলই।