Cyrus Mistry Dies in Accident: মুম্বই ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি
আপতত এমনটাই মনে করা হচ্ছে। তবে এনিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনটাই পুলিস সূত্রে জানা যাচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আহমেদাবাদ থেকে মুম্বই ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির(৫৪) গাড়ি। ঘটনাস্থলেই মৃত প্রখ্য়াত এই শিল্পপতির। রবিবার ওই দুর্ঘটনায় ঘটে পালঘর-মুম্বই হাইওয়ের পালঘরে। চালকের পাশের আসনটি একেবারে বনেটের সঙ্গে পিষে গিয়েছে। সাইরাসের গাড়িটি রাস্তার পাশের ডিভাইডারে গিয়ে প্রবল বেগে ধাক্কা মারে। আপতত এমনটাই মনে করা হচ্ছে। তবে এনিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনটাই পুলিস সূত্রে জানা যাচ্ছে।
মিস্ত্রির ওই মার্সিডিজে ছিলেন মোট ৪ জন। এদের মধ্যে দুজন এখন হাসপাতালে। মিস্ত্রি ছাড়ও আরও একজন নিহত হয়েছেন। রবিবার বিকেল ৩.১৫ নাগাদ হাইওয়েতে সূর্য নদীর সেতু পার করার সময় সাইরাসের গাড়িটি বাঁদিকে ডিভাইডারে ধাক্কা মেরে সেখানেই আটকে যায়। পরে ক্রেন এনে গাড়িটিকে টেনে বের করতে হয়।
উল্লেখ্য, রতন টাটার পর টাটা সন্সের চেয়ারম্যান হল সাইরাস মিস্ত্রি। কিন্তু কোম্পানির বোর্ড তাকে অপসারণ করে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এক বিবৃতিতে সাইরাস মিস্ত্রির মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। সাইরাস শুধুমাত্র সফল শিল্পপতিই নয় বরং দেশের শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
The untimely demise of Shri Cyrus Mistry is shocking. He was a promising business leader who believed in India’s economic prowess. His passing away is a big loss to the world of commerce and industry. Condolences to his family and friends. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) September 4, 2022
অন্যদিকে, সাইরাস মিস্ত্রির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় তিনি লিখেছেন, সাইরাস মিস্ত্রির অকাল প্রয়ানে আমি স্তম্ভিত। অত্যন্ত প্রতিভাব শিল্পপতি ছিলেন সাইরাস। দেশের শিল্পক্ষেত্রে সাইরাসের চলে যাওয়া অনেক বড় ক্ষতি।