আমার বিরুদ্ধে তদন্তে সবরকম সাহায্য করব: তরুণ তেজপাল
মহিলা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানালেন অভিযুক্ত তহেলকা সম্পাদক তরুণ তেজপাল। তাঁর বিরুদ্ধে এর মধ্যেই এফআইআর দায়ের করেছে গোয়া পুলিসের গোয়েন্দা দফতর। ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়েরের পক্ষে যুক্তি দেখিয়েছে জাতীয় মহিলা কমিশনও।
মহিলা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানালেন অভিযুক্ত তহেলকা সম্পাদক তরুণ তেজপাল। তাঁর বিরুদ্ধে এর মধ্যেই এফআইআর দায়ের করেছে গোয়া পুলিসের গোয়েন্দা দফতর। ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়েরের পক্ষে যুক্তি দেখিয়েছে জাতীয় মহিলা কমিশনও।
এর মধ্যেই ক্ষমা চেয়ে নিয়ে তেজপাল জানিয়েছেন, "আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অনেক সময় সম্মানজনক কিছু করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এখানে অনেক কাছের মানুষও জড়িয়ে রয়েছেন। আমি সত্য যাচাই করতে পুলিস ও অন্যান্য কর্তৃপক্ষকে যথাযথ সাহায্য করব। আমি পুলিস ও গোয়া চলচ্চিত্র উত্সবের কর্তৃপক্ষকে অনুরোধ করব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সত্যের কাছাকাছি পৌঁছতে। অভিযুক্ত হওয়ার পর থেকে টানা ৪ দিন ধরে তহেলকার ম্যানেজিং এডিটর সোমা চৌধুরী আমাকে যা যা করতে বলেছেন আমি করেছি।"
"মঙ্গলবার আমি ক্ষমা চেয়েছি। সাংবাদিকরা সোমার কাছে সেরকমই দাবি করেছিল।"
"বুধবার আমি সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়ে অফিস চত্বর ছেড়ে বেরিয়ে গেছি।"
"বৃহস্পতিবার আমি নতুন গঠিত তদন্ত কমিটি সম্পর্কে জানতে পেরেছি।"