তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা

কালো টাকা উদ্ধারে এবার তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা। চেন্নাইয়ের আন্নানগরে তাঁর বাড়িতে গিয়ে সকাল সাড়ে ৫টা থেকে ম্যারাথন জেরা। এবছরের শুরুতেই মুখ্যসচিব হন পি রামমোহন রাও। মুখ্যসচিবের ছেলেরও খোঁজে আয়কর কর্তারা।

Updated By: Dec 21, 2016, 12:35 PM IST
তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা

ওয়েব ডেস্ক: কালো টাকা উদ্ধারে এবার তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা। চেন্নাইয়ের আন্নানগরে তাঁর বাড়িতে গিয়ে সকাল সাড়ে ৫টা থেকে ম্যারাথন জেরা। এবছরের শুরুতেই মুখ্যসচিব হন পি রামমোহন রাও। মুখ্যসচিবের ছেলেরও খোঁজে আয়কর কর্তারা।

আরও পড়ুন ছেলের সঙ্গে করিনার প্রথম ছবিটা দেখেছেন?

অন্যদিকে, আয়কর হানা, গড়িয়াহাটে এক নামী সোনার দোকানে। ম্যারাথন তল্লাসি আয়কর বিভাগের কর্তাদের। গতকাল দুপুর থেকেই শুরু হয় অভিযান। টানা চলে রাতভর। কিছু কি উদ্ধার হল? কালো টাকা উদ্ধারেই কি অভিযান? এই সমস্ত প্রশ্নের অবশ্য কোনও জবাব এখনও মেলেনি। আদৌ আয়কর দফতরের এই হানার সঙ্গে কালো-টাকা যোগ রয়েছে কিনা, তাও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন বাড়িতে মোমো তৈরির সবথেকে সহজ পদ্ধতি

.