Chennai rains: প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু, বন্ধ স্কুল-কলেজ, বাড়ি থেকে কাজ সরকারি দফতরের

ইতিমধ্যেই চেন্নাই সহ ৪ জেলা জলমগ্ন হয়ে পড়েছে। 

Updated By: Nov 8, 2021, 08:58 AM IST
Chennai rains: প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু, বন্ধ স্কুল-কলেজ, বাড়ি থেকে কাজ সরকারি দফতরের
নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন:  আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে তামিলনাড়ুর। ইতিমধ্যেই চেন্নাই সহ ৪ জেলা জলমগ্ন হয়ে পড়েছে। যে হারে বৃষ্টি বাড়ছে সেই পরিস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন দু'দিনের জন্য স্কুল কলেজ বন্ধের কথা ঘোষণা করেছেন। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গালপাট্টু জেলায় জলমগ্ন পরিস্থিতি ক্রমশই চিন্তা বৃদ্ধি করছে৷ 

শনিবার রাতে রেকর্ড বৃষ্টিতে ভেসেছে চেন্নাই। ২০১৫ এর পর এমন বর্ষণ দেখল দক্ষিণী এই শহর। শুক্রবার রাত ৮.৩০ থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত টানা তুমুল বৃষ্টি হয়েছে। ফলে নিচু এলাকায় জল জমতে শুরু করে দিয়েছে। জল ঢুকেছে বাড়িঘরেও। সে রাজ্যের পরিস্থিতি এতটাই জটিল যে, বেসরকারি অফিসের কর্মীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন বাড়ি থেকে কাজ করেন। তেমন হলে বেসরকারি সংস্থাকে ছুটি ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে বৃষ্টির কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের কারণে মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ুর একাধিক জেলায় অতিভারী বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। এদিকে বাঁধগুলিতেও জলের চাপ বাড়তে থাকায় খুলতে হয়েছে লকগেট। ফলে প্লাবনের আশঙ্কাও দেখা গিয়েছে৷ 

আরও পড়ুন, বিজেপির রাজনৈতিক প্রস্তাবে আলাদা করে ঠাঁই পেল বাংলা, 'হিংসা'য় সরব কেন্দ্রীয় নেতৃত্ব

জলের তলায় রয়েছে কোরাট্টুর, পশ্চিম মামবালাম ও তেনামপেট এলাকা। তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ১০ ও ১১ তারিখ লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্গতদের জন্য ত্রাণ ও ওষুধ পৌঁছে দেওয়া এবং তাঁদের নিরাপদ স্থানে সরানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করতে ডিএমকে সাংসদ, বিধায়ক ও স্থানীয় প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এম কে স্তালিন ৷ কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দল। 

এদিকে, প্রবল বৃষ্টির কারণে সড়ক ও রেল পরিষেবা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দেরিতে চলছে বেশ কয়েকটি বিমান। প্রয়োজন ছাড়া ভ্রমণ বাতিল করতে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী স্তালিন। ২৪ ঘণ্টার জন্য খোলা হয়েছে হেল্পলাইন নম্বর- ১০৭০৷

এদিকে তামিলনাড়ুর এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী স্তালিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজের জন্য কেন্দ্রীয় সাহায্য দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। টুইটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জনিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী৷

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.