Tamil Nadu-তে ৬০ আসন দাবি BJP-র, নারাজ AIADMK

রাজ্যে যে ৬০টি আসন বিজেপি দাবি করছে সেখানে গত লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে গেরুয়া শিবির

Updated By: Mar 1, 2021, 06:02 PM IST
Tamil Nadu-তে ৬০ আসন দাবি BJP-র, নারাজ AIADMK

নিজস্ব প্রতিবেদন: আসন্ন  বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে বিজেপিকে কটা আসন দেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও ফয়সলা হল না। 

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর(Amit Shah) সঙ্গে এনিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী ও উপ মুখ্যমন্ত্রী পনিরসিলভম।  কিন্তু ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন-কাকে 'হ্যাঁ', কাকে 'না', ভোটে টিকিট দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত TMC-র

এআইএডিএমকে সূত্রে খবর, রাজ্যে ৬০ আসনে লড়াই করতে চায় বিজেপি।  কিন্তু তা বিজেপিকে দিতে রাজী নয় AIADMK। কারণ ইতিমধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনে ২৩ আসন দিতে চায় এআইএডিএমকে।  সেক্ষেত্রে খুব বেশি হলে বিজেপিকে দেওয়া হতে পারে ২১টি আসন।

আরও পড়ুন-Pamela-র গাড়িতে পাওয়া কোকেন কেনে Rakesh-ই, জানালেন সরকারি আইনজীবী

রাজ্যে যে ৬০টি আসন বিজেপি দাবি করছে সেখানে গত লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে গেরুয়া শিবির।  তাই তারা চাইছে পিএমকে-র থেকে বেশি আসন তাদের দেওয়া হোক। কিন্তু শনিবারই এনিয়ে পিএমকের সঙ্গে আসন সমঝোতা করে ফেলেছে এআইএডিএমকে। অন্যদিকে, AIADMK চায় রাজ্যে ১৭০-১৮০ আসনে প্রার্থী দিতে।   

.