স্টেশনে ট্রেন এসে দাঁড়াল ৮৭ বছর পরে! উদ্বেল এলাকাবাসী

ট্রেন চলাচল শুরু হতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে নির্মলিবাসীকে।

Updated By: Mar 1, 2021, 05:32 PM IST
স্টেশনে ট্রেন এসে দাঁড়াল ৮৭ বছর পরে! উদ্বেল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদন: ট্রেন দেখে উল্লাস এই একুশ শতকেও হয়? পরিস্থিতি তেমন হলে হয় বইকী। যেমন হল বিহারে।

৮৭ বছর পরে অবশেষে এই রবিবার বিহারের (Bihar) Nirmali-Saraigarh route-য়ে চলল ট্রেন। সেই ১৯৩৪ সালের ভয়াবহ ভূমিকম্পের (earthquake) পর বন্ধ হয়ে গিয়েছিল সরাইগড়-নির্মলি রেল যোগাযোগ। মাঝে আর ট্রেনের শব্দ শোনেননি নির্মালিবাসীরা। তার পরে এই ট্রায়াল-রানের সাক্ষী হলেন তাঁরা।

পরীক্ষামূলক ভাবে পাঠানো ইঞ্জিনটি স্টেশনে এসে পৌঁছয়। আর তাতেই উৎসবে মেতে ওঠেন এলাকাবাসী। প্রসঙ্গত, সেই ২০০৩ সালের জুনে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Behari Vajpayee) নির্মলি কলেজ থেকে কোশী নদীর উপর মহাসেতুর শিলান্যাস করেছিলেন। তার পরে এ অঞ্চলে পরিবহণের ক্ষেত্রে এটিই হল বড় পদক্ষেপ।

আরও পড়ুন: কঙ্কালের হ্রদ! রহস্যের কিনারা করতে নাজেহাল বিজ্ঞানীরা

যদিও রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লাইন প্রস্তুত হয়ে গেলেও, ট্রেন চলাচল শুরু হতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে এলাকাবাসীকে। আপাতত স্পিড ট্রায়াল (speed trial) চলছে। Commission of Railway Safety(CRS) গ্রিন সিগন্যাল দিলেই চলবে রেল। রেলের কর্মকর্তাদের মধ্যেও বিষয়টি নিয়ে ছিল উৎসবের মেজাজ। 

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালেও ফ্রি-তে Covid টিকা পাবেন রাজ্যের মানুষ, ঘোষণা Nitish-এর

.