Taliban: 'ধ্বংসাত্মক শক্তি স্থায়ী হয় না', Afghanistan নিয়ে Modi-র প্রথম প্রতিক্রিয়া

সোমনাথ মন্দির ধ্বংসের প্রসঙ্গ প্রধানমন্ত্রীর মুখে। 

Updated By: Aug 20, 2021, 02:17 PM IST
 Taliban: 'ধ্বংসাত্মক শক্তি স্থায়ী হয় না', Afghanistan নিয়ে Modi-র প্রথম প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদন: তালিবান কবলে আফগানিস্তান (Afghanistan)। বিশ্বজুড়ে ভয়ের পরিবেশ। ভীত ভারতীয়রাও। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনের ভয় দূর করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তালিবানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, "ধ্বংসাত্মক শক্তি, যারা ভুল পথে ক্ষমতা কায়েম করে, তারা সাময়িক ভাবে শাসন করতে পারে। তবে তাদের উপস্থিতি স্থায়ী নয়, কারণ তারা কোনও ভাবে মানবতাকে ধ্বংস করতে পারবে না।"   

শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরে (Somnath Temple) একাধিক প্রকল্প উদঘাটন করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেই অনুষ্ঠানে আফগানিস্তানে তালিবানরাজ কায়েম হওয়া নিয়ে প্রথমবার মুখ খোলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, "সোমনাথ মন্দিরে (Somnath Temple) বারবার হামলা হয়েছে। মূর্তি ভাঙা হয়েছে। অস্তিত্ব মুখে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বারবারই সোমনাথ মন্দির নিজের স্বমহিমায় ফিরে এসেছে। সেটাই আমাদের উদ্বুদ্ধ করে।"

আরও পড়ুন: TMC-BJP: 'বিজেপি সংসদ নিয়ে ব্যঙ্গ করছে', ৯ প্রশ্নবাণে তোপ Derek-এর

আরও পড়ুন: Afghanistan: ধর্মান্তরিত করে আইসিসে কেরলের মেয়ে, কাবুল থেকে ফেরানোর আর্তি মায়ের

এদিনের অনুষ্ঠানে ভারতের পর্যটনের উন্নতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, ২০১৩-তে Travel and Tourism Competitiveness Index তালিকায় ৬৫তম স্থানে ছিল ভারত। ২০১৯-এ ভারত ৩৪তম স্থানে ছিল। 

.