পঞ্জাবে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল বিএসএফ

পঞ্জাবে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল BSF। গুরদাসপুরের বারিয়ালা সেক্টরের ঘটনা। ভারত-পাক সীমান্তের কাঁটাতারের কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পান BSF টহলদাররা। সূত্রের খবর, বারবার সতর্ক করা সত্ত্বেও ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই পাকিস্তানি। তখনই আর কোনও উপায় না দেখে, তাকে গুলি করে হত্যা করা হয়। প্রতি বছরই ওই এলাকাটি অনুপ্রবেশের জন্য ব্যবহার করে জঙ্গিরা।

Updated By: May 15, 2017, 03:11 PM IST
পঞ্জাবে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল বিএসএফ

ওয়েব ডেস্ক: পঞ্জাবে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল BSF। গুরদাসপুরের বারিয়ালা সেক্টরের ঘটনা। ভারত-পাক সীমান্তের কাঁটাতারের কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পান BSF টহলদাররা। সূত্রের খবর, বারবার সতর্ক করা সত্ত্বেও ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই পাকিস্তানি। তখনই আর কোনও উপায় না দেখে, তাকে গুলি করে হত্যা করা হয়। প্রতি বছরই ওই এলাকাটি অনুপ্রবেশের জন্য ব্যবহার করে জঙ্গিরা।

আরও পড়ুন কলার ধরে কুর্সি থেকে নামিয়ে জেলে ঢোকাবেন কেজরিওয়ালকে, হুমকি দিয়েই অজ্ঞান কপিল মিশ্র

কেন এমন? কারণ, তিনদিকে রবি নদী দিয়ে ঘেরা এলাকায় ভৌগলিক কারণে কিছু কৌশলগত সুবিধা পায় অনুপ্রবেশকারীরা। তাই বিশেষ নজর রাখে সেনাবাহিনীও। আর সেই নজর রাখার ফলেই এই ঘটনা।

আরও পড়ুন  এসেল গ্রুপের ৯০ বছর পূর্তিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে সকলের উপস্থিতি এবং শুভেচ্ছা

.