দিল্লির এইমস হাসপাতালে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন হল

দিল্লির এইমস হাসপাতালে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন হল। তবে, কিডনিদাতা কিন্তু বিদেশমন্ত্রীর আত্মীয় নন। টানা পাঁচ ঘণ্টা ধরে চলে অপারেশন। সকাল নটা নাগাদ শুরু হয়। শেষ হয় দুপুর আড়াইটেয়। এই গোটা সময়ে চিন্তায় ছিলেন বিদেশমন্ত্রীর অসংখ্য শুভাকাঙ্খী। অপরেশনের পর আপাতত বিদেশমন্ত্রীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

Updated By: Dec 10, 2016, 05:48 PM IST
 দিল্লির এইমস হাসপাতালে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন হল

ওয়েব ডেস্ক: দিল্লির এইমস হাসপাতালে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন হল। তবে, কিডনিদাতা কিন্তু বিদেশমন্ত্রীর আত্মীয় নন। টানা পাঁচ ঘণ্টা ধরে চলে অপারেশন। সকাল নটা নাগাদ শুরু হয়। শেষ হয় দুপুর আড়াইটেয়। এই গোটা সময়ে চিন্তায় ছিলেন বিদেশমন্ত্রীর অসংখ্য শুভাকাঙ্খী। অপরেশনের পর আপাতত বিদেশমন্ত্রীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

আরও পড়ুন খবর কাগজে করে খাবার আনবেন না, তাহলেই গেল!

চৌষট্টি বছরের সুষমা স্বরাজ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত। কিডনি বিকল ধরা পড়লে তাঁর ডায়ালিলিস শুরু হয়। সপ্তাহে তিনদিন ডায়ালিসিস হত সুষমার। ষোলোই নভেম্বর বিদেশমন্ত্রী নিজেই টুইট করে জানান, তাঁর কিডনি প্রতিস্থাপন হবে। 

আরও পড়ুন  বীরুর ১৪ বছর পর ওয়াংখেড়েতে ওপেনারদের বদনাম ঘোচালেন বিজয়

.