কেন্দ্রের তরফে সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ দেওয়া প্রয়োজন, দাবি উঠল ঘর থেকেই
কেন্দ্রের তরফে সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ দেওয়া প্রয়োজন। এবার দাবি উঠল ঘর থেকেই। আপের পর, একই দাবিতে সরব হল কংগ্রেস। তাঁদের বক্তব্য, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ভারতের সার্জিকাল স্ট্রাইকের দাবি নস্যাত্ করার চেষ্টা করছে ইসলামাবাদ। এজন্য মিডিয়াকে নিয়ে ঘটনাস্থলে পৌছে যায় পাকিস্তান। কংগ্রেসের দাবি, এবার আর সময় নষ্ট না করে, স্ট্রাইকের প্রমাণ দিয়ে পাকিস্তানের মুখ ভোঁতা করুক কেন্দ্র। গত কয়েকদিনের কেন্দ্র ও বিরোধী শিবিরের, এককাট্টা-এক সুরের তালও কেটেছে।
ওয়েব ডেস্ক: কেন্দ্রের তরফে সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ দেওয়া প্রয়োজন। এবার দাবি উঠল ঘর থেকেই। আপের পর, একই দাবিতে সরব হল কংগ্রেস। তাঁদের বক্তব্য, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ভারতের সার্জিকাল স্ট্রাইকের দাবি নস্যাত্ করার চেষ্টা করছে ইসলামাবাদ। এজন্য মিডিয়াকে নিয়ে ঘটনাস্থলে পৌছে যায় পাকিস্তান। কংগ্রেসের দাবি, এবার আর সময় নষ্ট না করে, স্ট্রাইকের প্রমাণ দিয়ে পাকিস্তানের মুখ ভোঁতা করুক কেন্দ্র। গত কয়েকদিনের কেন্দ্র ও বিরোধী শিবিরের, এককাট্টা-এক সুরের তালও কেটেছে।
আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়
সার্জিকাল স্ট্রাইক নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বাড়াবাড়ি রকমের প্রচারের অভিযোগ তুলেছে কংগ্রেস। তাঁদের অভিযোগ, UPA আমলেও পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করেছে ভারত। কিন্তু তা নিয়ে এত ঢাকঢোল পেটায়নি UPA সরকার। তখন সামরিক সিদ্ধান্তেই হয়েছে সার্জিকাল স্ট্রাইক। কংগ্রেসের এই মন্তব্যকে সমর্থন করেছেন প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংও। যিনি বর্তমানে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।