মেমনের ফাঁসির সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রাররের পদত্যাগ

মুম্বই বিল্ফোরণের অন্যতম চক্রী ইয়াকুব মেমনের ফাঁসির সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার অনুপ সুরেন্দ্রনাথ। গতকালই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর দাবি সঠিক পদ্ধতিতে ইয়াকুবের বিচার হয়নি। সুরেন্দ্রনাথের মতে উনতিরিশে জুলাই বিকেল চারটে ও তিরিশে জুলাই ভোর পাঁচটায় সুপ্রিম কোর্ট যে দুটি নির্দেশ দিয়েছে তা বিচার ব্যবস্থার দায় এড়ানো ছাড়া আর কিছুই নয়। সুপ্রিম কোর্টের অন্ধকারতম অধ্যায়গুলির মধ্যে এই পর্বের স্থান পাওয়া উচিত। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রারের চাঞ্চল্যকর এই মন্তব্য ইয়াকুবের ফাঁসি বিতর্ককে আরও উস্কে দেবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।  

Updated By: Aug 2, 2015, 06:42 PM IST
মেমনের ফাঁসির সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রাররের পদত্যাগ

ওয়েব ডেস্ক: মুম্বই বিল্ফোরণের অন্যতম চক্রী ইয়াকুব মেমনের ফাঁসির সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার অনুপ সুরেন্দ্রনাথ। গতকালই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর দাবি সঠিক পদ্ধতিতে ইয়াকুবের বিচার হয়নি। সুরেন্দ্রনাথের মতে উনতিরিশে জুলাই বিকেল চারটে ও তিরিশে জুলাই ভোর পাঁচটায় সুপ্রিম কোর্ট যে দুটি নির্দেশ দিয়েছে তা বিচার ব্যবস্থার দায় এড়ানো ছাড়া আর কিছুই নয়। সুপ্রিম কোর্টের অন্ধকারতম অধ্যায়গুলির মধ্যে এই পর্বের স্থান পাওয়া উচিত। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রারের চাঞ্চল্যকর এই মন্তব্য ইয়াকুবের ফাঁসি বিতর্ককে আরও উস্কে দেবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।  

 

.