সমকামিতার সাংবিধানিক অধিকার নিয়ে পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

সমকামীতার সাংবিধানিক অধিকারের বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার জন্য মামলাটি দুই সদস্যের ডিভিশন বেঞ্চ থেকে উচ্চতর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

Updated By: Jan 8, 2018, 03:19 PM IST
সমকামিতার সাংবিধানিক অধিকার নিয়ে পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন : সমকামীতার সাংবিধানিক অধিকারের বিষয়টি পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এর আগে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সমকামিতাকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারা অনুসারে তা শাস্তিযোগ্য অপরাধ বলেই সেই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়।

সমকামিতার সাংবিধানিক বৈধতা নিয়ে ফাইল করা একটি রিট পিটিশের পক্ষে বা বিপক্ষে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি লিখিত আকারে চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এলজিবিটি কমিউনিটির পাঁচ সদস্যের দায়ের করা এই রিট পিটিশনের উপর ভিত্তি করেই ২০১৩ সাল থেকে এই মামলা চলছে ভারতে।

বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার জন্য মামলাটি দুই সদস্যের ডিভিশন বেঞ্চ থেকে উচ্চতর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- হিজবুলে যোগ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কৃতি গবেষকের!

.