'রাজ্যের বেহাল দশা', বকরি ইদে ছাড় দেওয়ায় কেরল সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কেরল সরকারের ছাড়ের নির্দেশিকা বাতিল করতে চায়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

Updated By: Jul 20, 2021, 07:33 PM IST
'রাজ্যের বেহাল দশা', বকরি ইদে ছাড় দেওয়ায় কেরল সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: বকরি ইদের জন্য কোভিড বিধিনিষেধে ৩ দিনের ছাড় দিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে কেরল সরকার (Kerala Govt)। মঙ্গলবার পিনারাই বিজয়ন সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত জানাল, ব্যবসায়ীদের চাপে এই ধরনের শিথিলতা রাজ্যের বেহাল দশার দিকে ইঙ্গিত করছে। তা দেশবাসীর স্বাস্থ্য ও জীবনের অধিকারের পরিপন্থী।    

সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান এবং বিচারপতি বিআর গাবাইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, 'ব্যবসায়ীদের চাপে লকডাউন বিধি শিথিল করেছে কেরল সরকার। মানুষের স্বাস্থ্যের অধিকারে এভাবে হস্তক্ষেপ করা উচিত নয়।' কাঁওয়াড় যাত্রার প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়,'কেরল সরকারকে বলছি সংবিধানের অনুচ্ছেদ ২১ ও ১৪৪ পড়ুন। ধর্মীয় বা অন্য কোনও সংগঠন চাপ দিয়ে ভারতের সাধারণ মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। কাঁওয়াড় যাত্রা নিয়ে আমাদের রায় দেখে নিন।'       

কেরল সরকারের ছাড়ের নির্দেশিকা বাতিল করতে চায়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে বেঞ্চের কড়া বার্তা, বকরি উদে ছাড় দেওয়ার কারণে কোভিড আরও ছড়িয়ে পড়তে পারে। এমনটা কেউ তুলে ধরলে যথাবিহিত পদক্ষেপ করবে আদালত। 

বকরি ইদে ছাড় দেওয়া নিয়ে কেরল সরকারের (Kerala Govt) মত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। তারা জবাব দিয়েছে, 'বকরি ইদে বিক্রিবাটা ভালো হয়। ব্যবসায়ীদের স্বস্তি দিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দোকানপত্তর বন্ধ থাকায় বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সংগঠনগুলি।' কেরল সরকারের হলফনামা 'রাজ্যের বেহাল দশা' প্রতিফলিত করছে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন- নিজেরা পড়তির দিকে, অথচ আমাদের নিয়ে উদ্বেগ করছে কংগ্রেস: PM Modi

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
                 
   

.