আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, নির্ভয়াকাণ্ডে মুকেশের ফাঁসির ক্ষেত্রে সরল সব বাধা

মুকেশের সামনে সব আইনি রাস্তা বন্ধ হলেও অন্যান্য আসামীর ক্ষেত্রে তা হয়নি

Updated By: Jan 29, 2020, 11:40 AM IST
আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, নির্ভয়াকাণ্ডে মুকেশের ফাঁসির ক্ষেত্রে সরল সব বাধা

নিজস্ব প্রতিবেদন: আইনি ফাঁসে মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ পিছিয়ে দেওয়া চেষ্টা করে চলেছে নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত আসামীরা।  সাজাপ্রাপ্ত মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মুকেশ। সেই আবেদনেও বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-সরস্বতী পুজোর সকাল থেকেই মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়

বুধবার শীর্ষ আদালতে মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ সওয়াল করেন, তড়িঘড়ি করে মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন রাষ্ট্রপতি। ফলে বেশ কিছু বিষয় পর্যালোচনা করে দেখা হয়নি। অন্যদিকে, তিহাড় জেলে মুকেশের ওপরে যৌন নির্যাতন করা হয়েছে। সেসব বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন।

আরও পড়ুন-অটোকে ধাক্কা মেরে  রাস্তার পাশের কুয়োয় ছিটকে পড়ল বাস, ৯ মহিলা-সহ নিহত ২৫

এদিকে, মুকেশের সামনে সব আইনি রাস্তা বন্ধ হলেও অন্যান্য আসামীর ক্ষেত্রে তা হয়নি। দুই আসামী এখনও প্রাণভিক্ষার আবেদনই করেনি। একজনের আবেদন এখনও বিচার করাই হয়নি। ফলে ১ ফেব্রুয়ারি ৪ আসামীর ফাঁসি হবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

.