সুপ্রিম কোর্ট LIVE
১টা ৪৫: রমজান মাসে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার শুনানি। ৩টেয় সুপ্রিম কোর্টে শুনানি। রাজ্য সরকারের আপিলও গৃহীত সুপ্রিম কোর্টে। রাজ্যকে রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ শীর্ষ আদালতের। ১টা ৩০: সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের মামলা। প্রধান বিচারপতির এজলাসে গৃহীত হল মামলা।
৪টে ০৩: হাইকোর্টে গড়িমসি করেছে রাজ্য সরকার। মন্তব্য সুপ্রিম কোর্টের।
৩টে ৫৫: ''রাজ্য সরকার সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করতে চেয়েছে। তা ভেস্তে দিয়েছে সুপ্রিম কোর্ট'', জানালেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
৩টে ৪৬: ভোটের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ সুপ্রিম কোর্টের।
৩টে ৪৫: বাহিনী বিতর্কে রাজ্য সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের।
৩টে ৪৩: রমজান মাসের কারণে দুটি সংখ্যালঘু সংগঠন ও রাজ্য সরকারের দিন বদলের আর্জি খারিজ।
৩টে ৪১: ১১, ১৫, ১৯, ২২, ২৫ জুলাই কান্দ্রীয় বাহিনী দিয়েই ভোট।
৩টে ৩৭: আগের রায় অনুযায়ী পাঁচ দফায় ভোটে রাজ্যে।
৩টে ৩৬: ভোটের দিন বদলের সমস্ত আর্জি খারিজ। ফের শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের।
৩টে ৩৫: ভোটের দিন পরিবর্তন হচ্ছে না। আগের রায় অনুযায়ীই ভোট। জানাল সুপ্রিম কোর্ট।
৩টে ৩০: সুপ্রিম কোর্টেই রয়েছেন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে।
৩টে ২৭: শুনানি শুরু সুপ্রিম কোর্টে। বিচারপতি পট্টনায়ক ও গগৈয়ের এজলাসে শুরু হল শুনানি।
৩টে ১৫: দিন বদলের আশায় রাজ্য। শুনানি শুরু কিছুক্ষণেই।
৩টে: পাঁচ মিনিটে শুনানি শুরু সুপ্রিম কোর্টে।
২টো: দিল্লিতে পৌঁছেছেন মীরা পাণ্ডে।
১টা ৪৫: রমজান মাসে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার শুনানি। ৩টেয় সুপ্রিম কোর্টে শুনানি। রাজ্য সরকারের আপিলও গৃহীত সুপ্রিম কোর্টে। রাজ্যকে রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ শীর্ষ আদালতের।
১টা ৩০: সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের মামলা। প্রধান বিচারপতির এজলাসে গৃহীত হল মামলা।