সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কেএম জোসেফের নিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে গেল

এদিন প্রায় ৪০-৪৫ মিনিটের আলোচনায় বসেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেল্লামেশ্বর, রঞ্জন গগৈ, মদন বি লকুর এবং ক্যুরিয়েন জোসেফ। এরপর কলেজিয়ামের আলোচনার শেষ হলে জানানো হয়, এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

Updated By: May 2, 2018, 06:48 PM IST
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কেএম জোসেফের নিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে গেল

নিজস্ব প্রতিবেদন: দেশের পাঁচ প্রবীণতম বিচারপতিদের নিয়ে তৈরি সুপ্রিম কোর্টের কলেজিয়ামে বুধবার কেএম জোসেফের পদন্নতি বিষয়ক সিদ্ধান্ত পিছিয়ে গেল। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কেএম জোসেফ-কে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নিত করার বিষয়ে এদিন প্রায় ৪০-৪৫ মিনিটের আলোচনায় বসেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেল্লামেশ্বর, রঞ্জন গগৈ, মদন বি লকুর এবং ক্যুরিয়েন জোসেফ। এদিন কলেজিয়ামের আলোচনার পর জানানো হয়, এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ আপাতত পিছিয়ে দেওয়া হল।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাবের ভিত্তিতে কেন্দ্রীয় আইন মন্ত্রক বিচারপতিদের নিয়োগের প্রক্রিয়া পরিচালনা করে। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য এ ক্ষেত্রে প্রবীণ আইনজীবী ইন্দু মালহোতরা এবং কেএম জোসেফ উভয়ের নামই প্রস্তাব করেছিল শীর্ষ আদালতের কলেজিয়াম। কিন্তু, কেন্দ্র ইন্দু মালহোতরার নিয়োগে সম্মত হলেও, জোসেফের নিয়োগ আটকে দেয়। এরপরই, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কেন্দ্রের এমন কাজকে বিচার বিভাগে হস্তক্ষেপ বলে ব্যাখ্যা করেন। আরও পড়ুন- প্রথম মহিলা আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন ইন্দু মলহোত্রা

কিন্তু, কেএম জোসেফের নিয়োগ আপাতত সম্পন্ন না করার কারণ হিসাবে মূলত দুটি যুক্তি দেয় কেন্দ্র। প্রথমত, হাইকোর্টের যেসব বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি পদের জন্য দাবিদার তাদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে বেশ পিছনে রয়েছেন কেএম জোসেফ। অন্যদিকে, আবার আঞ্চলিক প্রতিনিধিত্বের যুক্তিও দেয় কেন্দ্র।

এদিনের কলেজিয়াম বৈঠকে কলকাতা, তেলেঙ্গানা, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নিত করার বিষয়টিও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

.