রিভিউ করতেই অঙ্কের '০' একলাফে হল '৯৪'!

Updated By: Jul 23, 2017, 05:50 PM IST
রিভিউ করতেই অঙ্কের '০' একলাফে হল '৯৪'!

ওয়েব ডেস্ক : কেউ পেয়েছিল অঙ্কে শূন্য। কেউ আবার সংস্কৃতে শূন্য। রিভিউ করার পর সেই মার্কশিটেরই পুরোপুরি ভোলবদল। রিভিউ করতেই বদলে গেল নম্বরগুলো। অঙ্কে পাওয়া '০' একলাফে বদলে গেল ৯৪-তে। পাশাপাশি সংস্কৃতের নম্বরও হয়ে গেল ৪০। কারোর আবার নম্বর ১২ থেকে বেড়ে হল ৬১। ছবিটা বিহারের।

এবার বিহারের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৫০ শতাংশ ছাত্রছাত্রী ফেল করে। এমন রেজাল্টে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা আঙুল তোলেন খাতা চেকিং ব্যবস্থায় গলদের দিকে। দেওয়া হয় খাতা রিভিউ করতে। আর সেই রিভিউর রেজাল্ট বেরতেই সবার চক্ষু 'চড়কগাছ'। রিভিউ করাতে গিয়ে ৪-৫ নম্বরের পরিবর্তন অনেক সময়ই হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ১০ নম্বরও যোগ হয়। কিন্তু শূন্য থেকে একেবারে ৯৪! এখন বিশ্বাস হচ্ছে না পরীক্ষার্থীদের।

এই ঘটনায় বিহার বোর্ডকে কাঠগড়ায় তুলেছে মাধ্যমিক শিক্ষক সংঘ। প্রথমবার অনভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা চেকিং করানো হয়েছিল। রিভিউর রেজাল্টই তা প্রমাণ করছে বলে জানিয়েছে সংঘ। অন্যদিকে, আমাদের রাজ্যেও এরকমই একটি ঘটনা সামনে এসেছে। খাতা রিভিউয়ের পর ১২ নম্বর বেড়ে একলাফে উচ্চমাধ্যমিকে সপ্তম সায়ন্তনী

.