দেশে জন্ম নিয়ন্ত্রণে কড়া আইন চান কেন্দ্রীয় মন্ত্রী
কংগ্রেসের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ তুলে গিরিরাজ সিং বলেন, ''রাহুল গান্ধী শতাব্দী প্রাচীন এই দলটির দায়িত্ব নেওয়ার পর থেকে আরও সমস্যায় পড়েছে কংগ্রেস।''
নিজস্ব প্রতিবেদন : কর্মসংস্থানের চাপ কমাতে এবার জন্ম নিয়ন্ত্রণে নতুন আইন চান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। জি হিন্দুস্থানকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী বলেন, ''যেভাবে জনসংখ্যা বেড়েই চলেছে তাতে অদূর ভবিষ্যতে বিপদ ঘনিয়ে আসবে ভারতের বুকে। অবিলম্বে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে একটি আইন প্রণয়ন করা দরকার যাতে এই সমস্যা সমাধান করা সম্ভব হয়। এ বিষয়ে দীর্ঘ আলোচনারও অবকাশ রয়েছে।''
কংগ্রেসের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ তুলে গিরিরাজ সিং বলেন, ''রাহুল গান্ধী শতাব্দী প্রাচীন এই দলটির দায়িত্ব নেওয়ার পর থেকে আরও সমস্যায় পড়েছে কংগ্রেস।'' সেই সঙ্গে তাঁর কথায়, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর দেশের মানুষের ভরসা আছে। তাই ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি আরও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে।''
মন্ত্রী বলেন, মুদ্রা যোজনার মাধ্যমে দেশের গরিবদের উন্নয়নের কাজ করছে মোদী সরকার। দেশের মানুষের জন্য একাধিক প্রকল্পও নিয়েছে কেন্দ্র। বিরোধীজোট নিয়েও এদিন কটাক্ষ করেন গিরিরাজ সিং।
আরও পড়ুন- পর্যাপ্ত বৃষ্টিপাতের আশায় গুজরাটে মহাযজ্ঞের আয়োজন করছে বিজেপি সরকার