কেঁপে উঠল দিল্লি, উত্সস্থল উত্তরাখণ্ড, রিখটার স্কেলে তীব্রতা ৫.৫
বুধবার সন্ধেয় ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী।
নিজস্ব প্রতিবেদন: বুধবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী। অন্যান্য অংশে কম্পন অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে উত্তরাখণ্ড এবং হরিয়ানা ও উত্তরপ্রদেশের কয়েকটি অঞ্চলে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫।
৮.৪৯ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লি। ভারতের আবহওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ। গভীরতা ৩০ কিলোমিটার।
Earthquake tremors with magnitude 5.5 hit Rudraprayag in Uttarakhand, depth 30 km: IMD
— ANI (@ANI) 6 December 2017
Earthquake of Magnitude:5.5, Occurred on:06-12-2017, 20:49:54 IST, Lat:30.4 N & Long: 79.1 E, Depth: 30 Km, Region:Distt. Rudraprayag, Uttarakhand pic.twitter.com/3TXGZiXpxb
— India Met. Dept. (@Indiametdept) 6 December 2017
আবহাওয়া দফতর এও জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।