প্রশ্নপত্রে ছাপার ভুল, চলতি মাসের ৩০ তারিখ ফের হবে SSC CGL Tier I পরীক্ষা

এমাসের ৬ ও ১৬ তারিখেই হয়ে গেছে কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের SSC CGL Tier I পরীক্ষা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু প্রশ্নপত্রে ছাপার ভুল পাওয়া গেছে। ফলে আগামী ৩০ অগাস্ট ফের পরীক্ষা নেওয়া হবে। মোট ২,০৩০ জন পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসতে হবে। 

Updated By: Aug 28, 2015, 03:46 PM IST
 প্রশ্নপত্রে ছাপার ভুল, চলতি মাসের ৩০ তারিখ ফের হবে SSC CGL Tier I পরীক্ষা

ওয়েব ডেস্ক: এমাসের ৬ ও ১৬ তারিখেই হয়ে গেছে কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের SSC CGL Tier I পরীক্ষা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু প্রশ্নপত্রে ছাপার ভুল পাওয়া গেছে। ফলে আগামী ৩০ অগাস্ট ফের পরীক্ষা নেওয়া হবে। মোট ২,০৩০ জন পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসতে হবে। 

এসএসসি সূত্রে জানানো হয়েছে ''নর্দান রিজিওনে (দিল্লি ছাড়া অনান্য শহর) বিলি হওয়া একটি নির্দিষ্ট প্রশ্ন পত্রের সিরিজে ছাপার ভুল খুঁজে পাওয়া গেছে।'' 

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অন্যথায় পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এসএসস্যার অফেসিয়াল ওয়েবসাইট, ssc.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাঁরা। 

বিস্তারিত জানার জন্য অফেসিয়াল ওয়েবসাইটটি দেখুন। 

 

.