Srinagar: শ্রীনগরে জঙ্গি হামলার ছক, গুলির লড়াই শেষে খতম ২ সন্ত্রাসবাদী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুপওয়ারার এস এস পি-র দেওয়া একটি বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, লাইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ ওপার থেকে মচল সেক্টরের দিকে একটি সন্ত্রাসবাদী লঞ্চ প্যাড থেকে সম্ভবত অনুপ্রবেশ করে দুই জঙ্গি। শ্রীনগরে হামলার ছক কষে তারা। আর এই সম্ভাবনার কথা জানতে পেরে ১ মে থেকে সেনাদের হাই অ্যালার্ট জারি করা হয়। এই দুর্গম এবং অত্যন্ত কঠিন এলাকায় কাউন্টার করা কার্যত অসম্ভব ছিল। তাই অনুপ্রবেশের রাস্তায় পাহাড়া আরও জোরদার করা হয়। অবশেষে ২ জঙ্গিকে খতম করে সেনা। 

আরও পড়ুন, Buland Bharat: ইস্টার্ন থিয়েটারে শেষ হল 'বুলন্দ ভারত', কারা যোগ দিল মহড়ায়?

এমনকী অনুপ্রবেশের সম্ভাব্য রুটগুলিতে ভারতীয় সেনা এবং এসওজি কুপওয়ারা -সহ বেশ কয়েকটি অতিরিক্ত অ্যামবস রাখা হয়েছিল। সতর্ক সেনারা অবিরাম বৃষ্টিতে চারিদিক ঝাপসা এবং পরপর দু'রাত ধরে তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাসের কারণে অবিরাম খারাপ আবহাওয়ার সঙ্গে মোকালিসা করেছে। ৩রা মে সকাল ৮.৩০ মিনিট নাগাদ নিয়ন্ত্রণ রেখার দিকে অনুপ্রবেশকারী সেনারা সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। তারপরেই দু-পক্ষের লড়াইকে অবশেষে দুই জঙ্গিকে খতম করা সম্ভব হয়।

জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে দু'টি একে সিরিজ রাইফেল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ অস্ত্র। এলাকায় ব্যাপক তল্লাশি চলছে। ইতিমধ্যেই ওই দুই জঙ্গিরে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এমনকী তারা কোন সন্ত্রাসী দলের হয়ে কাজ করত তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন, Go First crisis: দেউলিয়ার পথে এই উড়ান সংস্থা, লাভের মুখ দেখতে পারে IndiGo, SpiceJet

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
srinagar two terrorist killed after infiltration input gunfire in line of control
News Source: 
Home Title: 

শ্রীনগরে জঙ্গি হামলার ছক, গুলির লড়াই শেষে খতম ২ সন্ত্রাসবাদী

Srinagar: শ্রীনগরে জঙ্গি হামলার ছক, গুলির লড়াই শেষে খতম ২ সন্ত্রাসবাদী
Caption: 
ফাইল ছবি
Yes
Is Blog?: 
No
Section: