CBSE Board Exam 2025: ফেব্রুয়ারিতেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা! রুটিন প্রকাশ CBSE-র....

CBSE Board Exam 2025: 'কমপক্ষে ৪০,০০০ সাবজেক্ট কম্বিনেশনকে মাথায় রেখে বোর্ড পরীক্ষায় রুটিন তৈরি করা হয়েছে, যাতে কোনও পড়ুয়ার নেওয়া দুটি বিষয়ের পরীক্ষা একইদিনে না পড়ে'।

Updated By: Nov 21, 2024, 12:06 AM IST
CBSE Board Exam 2025: ফেব্রুয়ারিতেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা! রুটিন প্রকাশ CBSE-র....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৫ একইদিনে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। কবে? ১৫ ফেব্রুয়ারি। এই প্রথম পরীক্ষার ৮৬ দিন আগেই পূর্ণাঙ্গ  সূচি ঘোষণা করে দিল CBSE।  দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত, আর  দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ৪ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন: Tamil Nadu: বিয়ের প্রস্তাব রাজি নয় শিক্ষিকা! রাগে স্কুলের ভিতর ঢুকে ভয়ংকর কাণ্ড ঘটাল...

আজ, বুধবার রাতে প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন। বোর্ডের  কন্ট্রোলার স্যান্যাম ভরদ্বাজ জানিয়েছেন, 'দুটি বিষয়ের পরীক্ষার মধ্যে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০,০০০ সাবজেক্ট কম্বিনেশনকে মাথায় রেখে বোর্ড পরীক্ষায় রুটিন তৈরি করা হয়েছে, যাতে কোনও পড়ুয়ার নেওয়া দুটি বিষয়ের পরীক্ষা একইদিনে না পড়ে'।

এদিকে ক্লাস নাইন থেকে ওপেন-বুক এগজামিনেশন' ব্যবস্থা চালুর কথা ভাবছে CBSE। কীরকম? এই ব্য়বস্থা চালু হলে পরীক্ষায় বই দেখেই উত্তর লিখতে পারবে পড়ুয়ারা। উচ্চশিক্ষার ক্ষেত্রে পাশ্চাত্যে এইরকম পরীক্ষাব্যবস্থা অনেক দিনই আছে। এবার এদেশেও 'সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন' নিয়ে আসছে এই 'ওপেন-বুক এগজামিনেশন' সিস্টেম। 

জানা গিয়েছে, এই ব্যবস্থার একটি পাইলট-রান শুরু হবে।  এর জন্য বেছে নেওয়া হবে নির্দিষ্ট কয়েকটি স্কুলকে। ক্লাস নাইন ও ক্লাস টেনে এই সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে ইংরেজি ম্যাথমেটিক্স ও বিজ্ঞান। একাদশ ও দ্বাদশে নেওয়া হবে ইংরেজি, অঙ্ক ও বায়োলজি। দেখা হবে, এই সিস্টেমে উত্তর লিখতে পড়ুয়াদের কত সময় লাগছে।

আরও পড়ুন:  WATCH | Delhi Pollution: বায়ু দূষণের মাত্রা ১০০০ পেরনোর খুশিতে, ফাটল বাজি! গুরগাঁওতে অদ্ভুত কাণ্ড...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.