Sri Lanka: জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়, চাল-তেল পাঠিয়ে সাহায্য ভারতের
এই নিয়ে শ্রীলঙ্কায় ভারত চতুর্থবার জ্বালানি চালান করল।
নিজস্ব প্রতিবেদন: প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এদেশ থেকে শ্রীলঙ্কায় খাদ্য সহায়তা পাঠানো হচ্ছে। শনিবার শ্রীলঙ্কায় ৪০,০০০ মেট্রিক টন ডিজেল পৌঁছে দিয়েছে ভারত। দ্বীপের দেশে বিদ্যুৎ সংকট কমাতে সাহায্য করার জন্যই এগিয়ে এসেছে ভারত। এই নিয়ে শ্রীলঙ্কায় ভারত চতুর্থবার জ্বালানি চালান করল।
ভারত শ্রীলঙ্কাকে ৫০০ মিলিয়ন ইউএস অয়েল লাইন অফ ক্রেডিট (এলওসি) এর একটি অংশও বাড়িয়েছে। ভারত গত ৫০দিনে প্রায় ২০০,০০০ মেট্রিক টন জ্বালানি দ্বীপ দেশে সরবরাহ করেছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট এতটাই খারাপ যে, গত ২ বছরে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭০%-এর বেশি কমেছে। সেই কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতেও সমস্যায় পড়েছে দেশটি। ডলারের বিপরীতে শ্রীলঙ্কার মুদ্রা দুর্বল হয়ে পড়ায় বিশ্বের অনেক দেশের কাছে তারা সাহায্য চেয়েছে।
The first consignment of rice from India is expected to arrive in SL shortly under this credit facility. These facilities, negotiated & concluded within a matter of weeks, have proved to be the lifeline for the people of Sri Lanka: India's High Commissioner to Sri Lanka tells ANI
— ANI (@ANI) April 3, 2022
মূল্যস্ফীতির জেরে শ্রীলঙ্কায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। জানা গিয়েছে, শ্রীলঙ্কাকে ৪০ হাজার টন চাল পাঠাতে চলেছে ভারত। এর ফলে সেদেশের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন, Corona new strain XE: করোনার নয়া প্রজাতি নিয়ে 'ভয় পাওয়ার কারণ নেই'! জানাচ্ছেন বিশেষজ্ঞরা