স্পেকট্রামে চিদম্বরম, শুনানি সুপ্রিম কোর্টে

স্পেকট্রাম কাণ্ডে চিদম্বরমের ভূমিকা নিয়ে সম্ভবত কাল নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। স্পেকট্রাম বিলিতে চিদম্বরমের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জনতা পার্টির নেতা সুব্রহ্মণ্যম স্বামী। আজ আদালতে বক্তব্য পেশ করেন প্রশান্ত ভূষণ।

Updated By: Sep 28, 2011, 05:22 PM IST

স্পেকট্রাম কাণ্ডে চিদম্বরমের ভূমিকা নিয়ে সম্ভবত কাল নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। স্পেকট্রাম বিলিতে চিদম্বরমের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ
হয়েছেন জনতা পার্টির নেতা সুব্রহ্মণ্যম স্বামী। আজ আদালতে বক্তব্য পেশ করেন প্রশান্ত ভূষণ। মূল পাঁচটি বিষয়ের উপর বক্তব্য রাখেন তিনি। আদালতে সিবিআইয়ের বিরুদ্ধে
বেশ কিছু অভিযোগ জানিয়েছেন তিনি।
এইসব অভিযোগের প্রেক্ষিতে কাল সিবিআইকে জবাব দিতে হবে। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কে কে
বেনুগোপাল বক্তব্য রাখবেন। তারপরই এই মামলায় নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট।
এদিকে বিরোধীদের প্রবল আক্রমণ সত্বেও চিদম্বরমকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। আমেরিকা থেকে ফিরেই চিদম্বরমের সমর্থনে কথা বলেছেন মনমোহন সিং। আজ প্রধানমন্ত্রীর
বাড়িতে টোনি ব্লেয়ারের জন্য মধ্যাহ্নভোজে হাজির ছিলেন চিদম্বরমও। সেখানে সোনিয়ার সঙ্গে তাঁর কথা হয়েছে বলে মনে করা হচ্ছে। টু জি বিতর্ক নিয়ে আজ প্রধানমন্ত্রী-সোনিয়া গান্ধীর
কথা হয়েছে বলেও সূত্রের খবর।

.