জেলের মধ্যে শশীকলার জন্য 'বিশেষ ব্যবস্থা'
বিচারের ষোলো কলা পূর্ণ, এবার শ্রীঘরে শশীকলা। গতকালের সুপ্রিম নির্দেশের পর, আজ আবারও তাঁকে দ্রুত আত্মসমর্পণ করার জন্য তাগাদা দিয়েছে শীর্ষ আদালত। তাই জেল যাত্রা এখন কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু ভিকে শশীকলা তো আর পাঁচজন 'সাধারণ' বন্দী নন, তিনি 'আম্মা'র বন্ধু 'চিন্নাম্মা', তাই তাঁর জন্য কারাগারেও থাকছে বিশেষ ব্যবস্থা, এমনটাই জানা যাচ্ছে রিপোর্টে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী বিশেষ ব্যবস্থা থাকছে তাঁর জন্য-
ওয়েব ডেস্ক: বিচারের ষোলো কলা পূর্ণ, এবার শ্রীঘরে শশীকলা। গতকালের সুপ্রিম নির্দেশের পর, আজ আবারও তাঁকে দ্রুত আত্মসমর্পণ করার জন্য তাগাদা দিয়েছে শীর্ষ আদালত। তাই জেল যাত্রা এখন কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু ভিকে শশীকলা তো আর পাঁচজন 'সাধারণ' বন্দী নন, তিনি 'আম্মা'র বন্ধু 'চিন্নাম্মা', তাই তাঁর জন্য কারাগারেও থাকছে বিশেষ ব্যবস্থা, এমনটাই জানা যাচ্ছে রিপোর্টে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী বিশেষ ব্যবস্থা থাকছে তাঁর জন্য-
১) ভিকে শশীকলাকে জেলের মধ্যে একটি আলাদা ঘরে রাখা হবে।
২) তাঁর ঘরে একটি টিভি সেট এবং বিশেষ শয্যা থাকবে।
৩) জানা যাচ্ছে, তিনি জেলের মধ্যে একজন সবসময়ের সাহায্যকারীকেও নিজের সঙ্গে রাখতে চান এবং সেজন্য তিনি আবেদনও জানিয়েছেন।
আরও পড়ুন- একসঙ্গে ১০৪, মহাকাশে ইতিহাস গড়ল ইসরো (দেখুন ভিডিও)
৪) ঘরের তৈরি খাবার ও মিনারেল ওয়াটারের জন্যও তিনি অনুমতি চেয়েছেন।
৫) সর্বোপরি 'চিন্নাম্মা'র অনুরোধ, জেলে থাকাকালীন যেন তাঁর হাতে হাতকড়া না পড়ানো হয়।