বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে আজও পণ্ড হয়ে গেল সংসদ
বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে আজও পণ্ড হয়ে গেল সংসদ। ললিত গেট থেকে ব্যপম। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও দফায় দফায় বিক্ষোভে অচল থাকল সংসদ। আগে সুষমা, বসুন্ধরা ও শিবরাজের ইস্তফা পরে আলোচনা। এই দাবিতে এক কাট্টাবিরোধীরা। প্রবল হৈ-হট্টগোলের জেরে বারাবর লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
ওয়েব ডেস্ক: বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে আজও পণ্ড হয়ে গেল সংসদ। ললিত গেট থেকে ব্যপম। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও দফায় দফায় বিক্ষোভে অচল থাকল সংসদ। আগে সুষমা, বসুন্ধরা ও শিবরাজের ইস্তফা পরে আলোচনা। এই দাবিতে এক কাট্টাবিরোধীরা। প্রবল হৈ-হট্টগোলের জেরে বারাবর লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
এমন চললে, বিরোধী সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্পিকার সুমিত্র মহাজন। একই ছবি ছিল রাজ্যসভাতেও। ললিত মোদী ইস্যুতে বিরোধীদের প্রবল হৈ-হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। কংগ্রেস জানিয়ে দিয়েছে, সুষমা স্বরাজ, বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও শিবরাজ সিং চৌহান ইস্তফা না দেওয়া পর্যন্ত সংসদ চলতে দেবে না তারা।