নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিটা প্রতিশ্রুতিই নাটক : সোনিয়া গান্ধী
শনিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে কংগ্রেসের দু'দিনের প্লেনারি অধিবেশন। ২০১৯ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই অধিবেশনে থেকেই নতুন রণনীতি তৈরি করবে কংগ্রেস।
নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে সরকার গঠনের পর নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি শুধুই নাটক। পাঁচ বছর কাটতে চললেও প্রতিশ্রুতির কানাকড়িও পুরণ করেনি কেন্দ্র। শনিবার কংগ্রেসের প্লেনারি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, শুরুতে নরেন্দ্র মোদী বলেছিলেন দেশে সকলকে নিয়ে সকলের জন্য উন্নয়ন হবে। কিন্তু, সেই প্রতিশ্রুতির এক শতাংশও বাস্তবে প্রতিফলিত হয়নি। উল্টে গত ৪ বছরে একের পর এক দুর্নীতি সামনে উঠে এসেছে বর্তমান সরকারের।
The promises of 'Sabka Saath Sabka Vikas' and 'Na khaaoonga na khaane doona' by the current govt is nothing but 'drama' & their tactic to get votes: Sonia Gandhi at #CongressPlenarySession pic.twitter.com/FCAGbp64pp
— ANI (@ANI) March 17, 2018
আরও পড়ুন- বিজেপি হিংসার রাজনীতি করেছে, বিকল্প খুঁজতে কংগ্রেসের সঙ্গে থাকুন : রাহুল গান্ধী
এদিনের সভা থেকে বিজেপি মুক্ত ভারত গড়র ডাক দেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তিনি বলেন, ''বিজেপি দেশে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে। দেশকে তা থেকে বাঁচাতে এখনই কংগ্রেসের হাত ধরে আমাদের জোটবদ্ধ হতে হবে।''
It is the beginning of a new chapter, the challenges we are facing are not usual ones. We need to make an India free of corruption and vendetta, under President Rahul Gandhi, let us pledge that we will make all efforts to to do this: Sonia Gandhi pic.twitter.com/94AThyGRHu
— ANI (@ANI) March 17, 2018
শনিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে কংগ্রেসের দু'দিনের প্লেনারি অধিবেশন। ২০১৯ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই অধিবেশনে থেকেই নতুন রণনীতি তৈরি করবে কংগ্রেস।