বহু বাধা পেরিয়ে আমেদাবাদ থেকে বারানসীর পথে সৌর বিমান

অবশেষে উড়ল বিশ্বের প্রথম সৌর বিমান। বুধবার আমেদাবাদ থেকে বারানসীর পথে আকাশে উড়ল সোলার প্লেন। শুধু এই আকাশ পথেই উড়বে এই বিশেষ বিমান।

Updated By: Mar 18, 2015, 11:03 PM IST
বহু বাধা পেরিয়ে আমেদাবাদ থেকে বারানসীর পথে সৌর বিমান

ওয়েব ডেস্ক: অবশেষে উড়ল বিশ্বের প্রথম সৌর বিমান। বুধবার আমেদাবাদ থেকে বারানসীর পথে আকাশে উড়ল সোলার প্লেন। শুধু এই আকাশ পথেই উড়বে এই বিশেষ বিমান।

গত রবিবারেই আমেদাবাদ থেকে ওড়ার কথা ছিল এই বিমানের। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা পিছিয়ে উড়ানের দিন ঠিক করা হয় মঙ্গলবার। কিন্তু গতকালও আবহাওয়া খারাপ থাকায় উড়তে পারেনি সৌর বিমান। অবশেষে বুধবার সম্ভব হল উড়ান। এর আগে সরকারের গাফিলতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও অনুমতি পত্রে মিলছিল না স্ট্যাম্প। ওমানের রাজধানী মাস্কট থেকে ১০ মার্চ যাত্রা করে সৌর বিমান। ১৬ ঘণ্টার কিছু কম সময়ে পৌঁছয় আমেদাবাদে। সেখান থেকে বারানসী পর্যন্ত ১০৭০ কিমি পথ যেতে সময় লাগবে ১৫ ঘণ্টা।

বারানসী থেকে মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে সৌর বিমান।

.