ধোঁয়াশার চাদরে দিল্লি

রাজধানীতে ক্রমশই বেড়ে চলেছে দূষণ। ধোঁয়াশায় ঢেকে রয়েছে গোটা দিল্লি। শ্বাসকষ্ট বাড়ছে। কঠিন এই পরিস্থিতি মোকাবিলায় দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল দাভে। ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং। বৈঠকে ছিলেন দিল্লি, রাজস্থান, পঞ্জাব, উত্তর প্রদেশের পরিবেশ সচিবরাও।

Updated By: Nov 5, 2016, 11:08 PM IST
ধোঁয়াশার চাদরে দিল্লি

ওয়েব ডেস্ক: রাজধানীতে ক্রমশই বেড়ে চলেছে দূষণ। ধোঁয়াশায় ঢেকে রয়েছে গোটা দিল্লি। শ্বাসকষ্ট বাড়ছে। কঠিন এই পরিস্থিতি মোকাবিলায় দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল দাভে। ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং। বৈঠকে ছিলেন দিল্লি, রাজস্থান, পঞ্জাব, উত্তর প্রদেশের পরিবেশ সচিবরাও।

আরও পড়ুন- হেমন্তে অকালবৃষ্টি...জলে ডুবেছে ধানের শিষ

এই প্রতিবেশী রাজ্যগুলিতে শস্য জ্বালিয়ে দেয় চাষিরা। সেই ধোঁয়া এবং গাড়ির ধোঁয়া মিশে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় ফসলের জন্য চাষিদের ইনসেনটিভ দিলে তাঁরা আর ফসল জ্বালিয়ে দেবেন না বলে মত প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে আগামী সোমবার জরুরি বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন- গোটা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, জানুন

.