তারিগামির সঙ্গে দেখা করতে শর্তসাপেক্ষে কাশ্মীর গেলেন ইয়েচুরি! ফিরেই দিতে হবে হলফনামা

আজ বিকাল সাড়ে তিনটের বিমানেই ফিরে আসার কথা রয়েছে সিপিএমের সাধারণ সম্পাদকের। 

Updated By: Aug 29, 2019, 01:04 PM IST
তারিগামির সঙ্গে দেখা করতে শর্তসাপেক্ষে কাশ্মীর গেলেন ইয়েচুরি! ফিরেই দিতে হবে হলফনামা

নিজস্ব প্রতিবেদন:   শীর্ষ আদালতের ছাড়পত্র পাওয়ার পর জম্মু-কাশ্মীরের সিপিআইএম নেতা ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে আজই কাশ্মীর উড়ে গেলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটের বিমানে কাশ্মীরের উদ্দেশে রওনা দেন তিনি। তবে এদিন তাঁর সঙ্গে ছিল না কোনও পুলিস এসকর্ট। উল্লেখ্য, বুধবারই সলিসিটর জেনারেল তাঁকে পুলিস এসকর্ট দিয়ে কাশ্মীরে পাঠানোর কথা বলেন। কিন্তু পুলিসি নিরাপত্তায় কাশ্মীর যেতে রাজি হননি ইয়েচুরি। তিনি এদিন একাই রওনা দেন।

 

সিপিআইএম নেতা ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করে এদিনই ফিরে আসবেন তিনি। উল্লেখ্য, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তারিগামিকে কাশ্মীরে কোথায় কীভাবে আটক করে রাখা হয়েছে, সেই প্রশ্ন তুলে শীর্ষ আদালতে একটি মামলা করেন ইয়েচুরি। বুধবার সেই মামলার প্রেক্ষিতে তারিগামির সঙ্গে দেখা করার জন্য ইয়েচুরিকে শর্তসাপেক্ষে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।

শুধু রাহুল নন, খট্টরের নাম করেও রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ পাকিস্তানের, অস্বস্তিতে গেরুয়া শিবির

আদালতের শর্ত,

এক. তারিগামির সঙ্গে তাঁর কী কথোপকথন হল, তার একটি হলফনামা জমা দেবেন ইয়েচুরি।

দুই.  সীতারাম ইয়েচুরি তাঁর দলের নেতা ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে পারবেন৷

তিন. কোনও রকম রাজনৈতিক অনুষ্ঠান বা কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না৷

আজ বিকাল সাড়ে তিনটের বিমানেই ফিরে আসার কথা রয়েছে সিপিএমের সাধারণ সম্পাদকের। এদিন ফিরে এসে ইয়েচুরি কী বলেন, হলফনামার কী উল্লেখ করেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

.