উত্তরপ্রদেশ আতঙ্ক: দুই দলিত বোন গণধর্ষণ ও হত্যা মামলায় বহিষ্কৃত দুই কনস্টেবল, গ্রেফতার তিন, এখনও ফেরার চার
গণবিক্ষোভের জেরে উত্তরপ্রদেশে দুই দলিত বোনের গণধর্ষণ ও নৃশংস হত্যা কাণ্ডে জড়িত দুই কনস্টেবলকে বহিষ্কার করল কর্তৃপক্ষ।
গণবিক্ষোভের জেরে উত্তরপ্রদেশে দুই দলিত বোনের গণধর্ষণ ও নৃশংস হত্যা কাণ্ডে জড়িত দুই কনস্টেবলকে বহিষ্কার করল কর্তৃপক্ষ।
অন্যদিকে, সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের নির্বাচনী কেন্দ্র আজমগড়ে গণধর্ষণের শিকার হলেন ১৭ বছরের এক দলিত কিশোরী। পুলিস সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে চার ব্যক্তি ওই কিশোরীকে একটি মাঠে জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
দুই দলিত বোনের গণধর্ষণ ও হত্যা কাণ্ডে অভিযুক্ত ৭ জনের মধ্যে এখনও পর্যন্ত এক কনস্টেবল সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিস।
আর এক অভিযুক্ত কনস্টেবল ছত্রপল যাদব সহ বাকি চার অভিযুক্ত এখনও ফেরার।
ফের মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন। ফের এদেশের নারী সুরক্ষা প্রশ্নের মুখে। বুধবার উত্তর প্রদেশের বাদুয়ান জেলায় দুই দলিত কিশোরী বোনকে গণধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া হল।
১৪ ও ১৫ বছর বয়সের দুই তুতো বোন মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। বুধবার সকালে কাটরা গ্রামের উশাইত অঞ্চলে গেছে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনার পর গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিস থানার সামনে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে দুই পুলিস কনস্টেবলও রয়েছে। সরভেশ যাদব ও রাকশাপল যাদব নামের ঐ দুই কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে।