শর্ট স্কার্ট পরে আর যাওয়া যাবে না ডিস্কে
নাইটলাইফ মানেই ডিস্কো। আর ডিস্কো মানেই এখানে দেখা যাবে 'Indecent' জামাকাপড় পড়া সুন্দরী মেয়েদের। কিন্তু এবার পালটে যাবে ডিস্কোর এই চেনা ছবি। ডিস্কো মানেই আর পড়া যাবে না ছোটা খাটো 'সেক্সি' জামাকাপড়। ডিস্কোথেকে বন্ধুদের সঙ্গে আ্নন্দ করতে যেতে হলে পরত হবে 'ভদ্র' জামাকাপড়। এমনই নির্দেশ জারি করেছে চণ্ডীগড় প্রশাসন।
ওয়েব ডেস্ক: নাইটলাইফ মানেই ডিস্কো। আর ডিস্কো মানেই এখানে দেখা যাবে 'Indecent' জামাকাপড় পড়া সুন্দরী মেয়েদের। কিন্তু এবার পালটে যাবে ডিস্কোর এই চেনা ছবি। ডিস্কো মানেই আর পড়া যাবে না ছোটা খাটো 'সেক্সি' জামাকাপড়। ডিস্কোথেকে বন্ধুদের সঙ্গে আ্নন্দ করতে যেতে হলে পরত হবে 'ভদ্র' জামাকাপড়। এমনই নির্দেশ জারি করেছে চণ্ডীগড় প্রশাসন।
চণ্ডীগড়ের নতুন পলিসি 'কন্ট্রোল প্লেসেস অব পাবলিক অ্যামুউসমেন্ট'। এই পলিসি অনুযায়ী চণ্ডীগড় কোনও ডিস্কে যেতে হলে পরা যাবে না শর্ট স্কার্ট। কারণ এই ধরনের পোশাক নাকি অশ্লীল। এরকম পোশাক পরে ডিস্কোতে কাউকে ঢোকার অনুমতি দিলে সেক্ষেত্রে বাতিল হতে পারে ডিস্কো মালিকের ব্যবসার লাইসেন্স। প্রশাসনের এই সিদ্ধান্তে অখুশি ব্যবসায়ী মহল।