সম্পর্কের ২৫ বছরে ডিভোর্স শিবসেনা-বিজেপির

Updated By: Sep 25, 2014, 08:07 PM IST
সম্পর্কের ২৫ বছরে ডিভোর্স শিবসেনা-বিজেপির

অবশেষে বিচ্ছেদ। দীর্ঘ টানাপোড়েনের পর মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গ ত্যাগ করল বিজেপি। পঁচিশ বছরের সম্পর্কে ইতি টেনে একলা চলার সিদ্ধান্ত নিল বিজেপি।

জোট ভাঙার কথা ঘোষণা করে এ দিন দেবেন্দ্র ফদনবিশ বলেন, "সময় চলে যাচ্ছে। তাই আমরা শিবসেনার সঙ্গে জোট ভেঙে আসন্ন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রচারের সময় আমরা একে অপরের সমালোচনা করব না। একে অপরের সম্মান রক্ষা করব ও বন্ধু থাকব। আমরা শিবসেনাকে আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। খুব তাড়াতাড়ি কেন্দ্রের তরফে এই ব্যাপারে ঘোষণা করা হবে।"  

অন্যদিকে, শিব সেনা নেতা দিবাকর রাওতে বলেন, "বিজেপির জোট ভাঙার তাড়া ছিল। উদ্ধব ঠাকরের প্রস্তাব নিয়ে আমরা বিজেপির সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু ওরা মাঝপথেই বৈঠক ছেড়ে উঠে গেল। আমরা সংবাদমাধ্যম সূত্রে জানতে পারলাম বিজেপু নেতা রাজীব প্রতাপ রুডি জোটত্যাগের কথা ঘোষণা করেছেন।"

উদ্ধব ঠাকরের প্রস্তাবে বলা হয়েছিল মহারাষ্ট্রের মোট ২৮৮টি আসনের ১৫১ ও ১২৭ টি আসনে একা লড়বে শিব সেনা ও বিজেপি। বাকি ১০টি আসন থাকবে ছোট জোটের জন্য।

 

.