কেরলের রাজ্যপাল করে শীলা দীক্ষিতকে পুনর্বাসন সোনিয়ার

অরবিন্দ কেজরিওয়ালের কাছে গোহারা হেরে ক্ষমতা হারিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। সোনিয়া গান্ধীর প্রিয় পাত্রী সেই শীলা দীক্ষিতকেই কার্যত পুনর্বাসন দিল কংগ্রেস। কেরলের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল ৭৫ বছরের এই কংগ্রেস নেত্রীকে। ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার পর শীলা এবার কেরলের ২২ তম রাজ্যপালের দায়িত্ব নেবেন।

Updated By: Mar 5, 2014, 08:42 AM IST

অরবিন্দ কেজরিওয়ালের কাছে গোহারা হেরে ক্ষমতা হারিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। সোনিয়া গান্ধীর প্রিয় পাত্রী সেই শীলা দীক্ষিতকেই কার্যত পুনর্বাসন দিল কংগ্রেস। কেরলের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল ৭৫ বছরের এই কংগ্রেস নেত্রীকে। ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার পর শীলা এবার কেরলের ২২ তম রাজ্যপালের দায়িত্ব নেবেন।

রাষ্ট্রপতির বাসভবনের মুখপাত্র জানান দিল্লির প্রাক্তন পুলিস কমিশনার নিখিল কুমার কেরলের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় এই দায়িত্বে আসবেন শীলা দীক্ষিত। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী যার স্থলাভিষিক্ত হলেন তিনি এ বার লালুপ্রসাদ যাদবের দলের হয়ে ভোটে লড়বেন।

.