শিনা বোরা হত্যাকাণ্ড: ওপরতলার নির্দেশেই দায়র হয়নি এফআইআর
তিন বছর আগে মুম্বইয়ের পেন তালুক থেকে অপরিচিত ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেলেও কেন দায়ের হয়নি এফআইআর? শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তে এই প্রশ্নের উত্তরই হাতড়ে বেড়াচ্ছিল পুলিস।
সূত্রে খবর ছিল, পুলিস ইন্সপেক্টর সুভাষ মিরগেকে এফআইআর দায়ের না করার কড়া নির্দেশ দিয়েছিলেন রায়গড় জেলার তত্কালীন পুলিস সুপারিন্টেনডেন্ট আরডি শিণ্ডে। সেই নির্দেশ অনুযায়ী বেওয়ারিশ লাশ হিসেবে জেনারেল ডায়েরি করে পুলিস। পেন তালুক থেকে উদ্ধার হওয়া দেহাবশেষের ডিএনএ ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে মিলে গিয়েছে। মুম্বই পুলিসের ডিজি সঞ্জীব দয়ালের কাছে সেই রিপোর্টও পেশ করা হয়েছে। তবে তদন্ত শুরু করার আগে তার অবস্থান পরিষ্কার করতে চান আরডি শিণ্ডে।
২০১২ সালের ২৪ এপ্রিল গাড়ির চালক শ্যাম রাই ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার সহযোগিতায় শিনা বোরাকে খুন করেন তার মা ইন্দ্রাণী মুখার্জি। খুন করার পর শিনার দেহ রায়গড় জেলার পেন তালুকের জঙ্গলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনার এক মাস পর ২৫ মে গ্রামবাসীরা দেহাবশেষের খবর দেন পুলিসকে।