রেসিং জিতেছেন, কিন্তু নিজেরই কোনও বাইক নেই!

 মাত্র ১২ বছর বয়সে বাইকের সঙ্গে পরিচয়। তারপর কৈশোর পেরিয়ে যতই সে যৌবনের দিকে এগিয়েছে, ততই গাঢ় হয়েছে বাইকের সঙ্গে তাঁর প্রেম। এখন তাঁর বয়স ২২। বাইক রেসিং তাঁর স্বপ্ন, তাঁর নেশা। কয়েক সপ্তাহ আগেই জিতেছেন ফর্মুলা জুনিয়ার রেসিং সিরিজ। কিন্তু তাঁর নিজেরই কোনও বাইক নেই।

Updated By: May 3, 2016, 05:52 PM IST
রেসিং জিতেছেন, কিন্তু নিজেরই কোনও বাইক নেই!

ওয়েব ডেস্ক :  মাত্র ১২ বছর বয়সে বাইকের সঙ্গে পরিচয়। তারপর কৈশোর পেরিয়ে যতই সে যৌবনের দিকে এগিয়েছে, ততই গাঢ় হয়েছে বাইকের সঙ্গে তাঁর প্রেম। এখন তাঁর বয়স ২২। বাইক রেসিং তাঁর স্বপ্ন, তাঁর নেশা। কয়েক সপ্তাহ আগেই জিতেছেন ফর্মুলা জুনিয়ার রেসিং সিরিজ। কিন্তু তাঁর নিজেরই কোনও বাইক নেই।

চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারিং স্নাতক শ্রুতি নাগারাজন। জানালেন, এখনও বাইক কেনা হয়ে ওঠেনি। বাসে-ট্রেনে করেই যাতায়াত করেন। পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও বাইক রেসিংয়ের স্বপ্ন ছাড়েননি তিনি। অবশেষে ২ মাস হল রেসিং শুরু করেছেন তিনি।

কথায় কথায় জানালেন, তাঁর স্বপ্নের বাইক কাওয়াস্কি নিনজা ৩০০ সিসি। তবে বাইক রেসিংয়ের পোশাক থেকে হেলমেট, গ্লাভস থেকে জুতো সবতেই অনেক খরচ। তাই স্পনসর পেলে খুব ভালো হয়।

.