'ধর্ম' যুদ্ধ, ছত্তিসগড়ে সাই বাবা ভক্তদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হলেন শঙ্করাচার্য্যের অনুগামীরা
ধর্মের সংঘাত! সোমবার ছত্তিসগড়ের কাওয়ারধাতে শিরডি সাই বাবার ভক্তদের সঙ্গে শঙ্করাচার্য্য স্বরূপানন্দ সরস্বতীর অনুগামীরা ভয়ানক হাতাহাতিতে জড়িয়ে পড়ল। একটি ধর্ম সংসদ চলাকালীন এই ঘটনা ঘটে।
রায়পুর: ধর্মের সংঘাত! সোমবার ছত্তিসগড়ের কাওয়ারধাতে শিরডি সাই বাবার ভক্তদের সঙ্গে শঙ্করাচার্য্য স্বরূপানন্দ সরস্বতীর অনুগামীরা ভয়ানক হাতাহাতিতে জড়িয়ে পড়ল। একটি ধর্ম সংসদ চলাকালীন এই ঘটনা ঘটে।
সংবাদে প্রকাশ, ঝামেলার সূত্রপাত হয় যখন সাই বাবার দুই ভক্ত মঞ্চে উঠে সাই বাবা বিতর্কে শঙ্করাচার্য্যের অবস্থানের তীব্র বিরোধ করেন। শঙ্করাচার্য্যের অনুগামীর তৎক্ষণাৎ খেপে ওঠেন।
রাগে অগ্নিশর্মা হয়ে শঙ্করাচার্য্যের অনুগামীরা সাই ভক্তদের মঞ্চ থেকে মঞ্চ থেকে ঠেলে নামিয়ে দেয়। পরে, শঙ্করাচার্য্য নিজে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হন। কোনও অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি আটকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিস ফোর্স নিয়োজিত করা হয়।
রবিবার থেকে শুরু হওয়া এই ধর্ম সংসদে যোগ দিতে সারা দেশ থেকে ৪০০ জন ধর্মীয় গুরু এসেছিলেন।
এই সংসদের প্রথম দিনে ধর্মগুরুরা শিরডি সাই বাবাকে সন্ত উপাধি দেওয়া হবে কী না তা নিয়ে বিতর্কে সামিল হন।
আজকে এই সংসদ রেজলুশ্যন নিয়ে জানিয়েছে 'সনাতন ধর্মের' অনুগামীরা শিরডি সাই বাবাকে দেবতা রূপে পুজো করতে পারে না।
স্বরূপানন্দ সরস্বতী নিজে জানিয়েছেন হিন্দু ধর্মে শিরডি সাই বাবা ঈশ্বর রূপে স্বীকৃত নন।