উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হল শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা
ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের ফের ট্রেন দুর্ঘটনা। এবার বেলাইন হল হাওড়া থেকে জব্বলপুরগামী ট্রেন। উত্তরপ্রদেশের শোনভদ্রে লাইনচ্যুত হল শক্তিপুঞ্জ এক্সপ্রেস। ট্রেনটির ৭টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে সূত্রের খবর।
সকাল ৬.১৫তে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে জি নিউজ সূত্রে। তিনটি এসি, দুটি জেনারেল কামরা সহ একটি পার্সেল কোচ এবং গার্ডের কামরা বেলাইন হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এই সবগুলো কামরাই ছিল আইসিএফ কোচ। ভারতীয় রেল সূত্রের খবর অনুযায়ী, শক্তিপুঞ্জ এক্সপ্রেসের গতি নিয়ন্ত্রিত ছিল বলেই এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। উল্লেখ্য, লাইনচ্যুত ৭টি কামরাকে শোনভদ্রে রেখেই ফের যাত্রা শুরু করেছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস।
#UttarPradesh: Seven coaches of Howrah-Jabalpur-#ShaktipunjExpress derail near #Obra railway station; no injuries reported so far
— Doordarshan News (@DDNewsLive) September 7, 2017
Uttar Pradesh: Seven coaches of Howrah-Jabalpur-Shaktikunj Express derail near Obra; no injuries reported pic.twitter.com/ZXXrpDsQf7
— ANI UP (@ANINewsUP) September 7, 2017