দুর্নীতি প্রশ্নে মুখ খুললেন শাহরুখ
রাজনীতির সাথে প্রত্যক্ষ সখ্য না থাকলেও সাম্প্রদায়িকতা প্রশ্নে অথবা আইপিএল এ পাক-ক্রিকেটার বিতর্কে, বহু প্রশ্নেই সরাসরি মুখ খুলেছেন শাহরুখ খান। বলিউডের ডন এবারে মুখ খুললেন দেশের দুর্নীতির বিরুদ্ধে।
রাজনীতির সাথে প্রত্যক্ষ সখ্য না থাকলেও সাম্প্রদায়িকতা প্রশ্নে অথবা আইপিএল এ পাক-ক্রিকেটার বিতর্কে, বহু প্রশ্নেই সরাসরি মুখ খুলেছেন শাহরুখ খান। বলিউডের ডন এবারে মুখ খুললেন দেশের দুর্নীতির বিরুদ্ধে।
ডন ২-র প্রচারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছেন ‘দুর্নীতি কে সমূলে বিনাশ করার প্রক্রিয়া থাকা আবশ্যিক। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন বা কোনো বিলের দাবিতে সোচ্চার হওয়ার গুরূত্ব অপরিসীম। ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে’।
যদিও আন্না হাজারে নামটি খুবই সন্তর্পণে এড়িয়ে গেছেন তিনি। আন্না হাজারে প্রশ্নে তিনি বলেছেন, `দুর্নীতি রোধে যে কোনও বিলই দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কোনও বিশেষ ব্যক্তি সম্পর্কে কিছু বলতে চাই না`।
এর আগে বহুবার রাজনৈতিকদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন কিং খান। আই পি এল-এ পাকিস্তানী ক্রিকেটারদের অন্তর্ভুক্তির স্বপক্ষে কথা বলে শিবসেনা প্রধান বাল থ্যাকারের কোপে পড়েছিলেন তিনি। এছাড়া ‘মাই নেম ইজ খান’-এর বিরুদ্ধেও বিক্ষোভ দেখিয়েছিল শিবসেনা। সেই থেকে শাহরুখ নিজেকে সরিয়ে রেখেছিলেন রাজনীতি থেকে। এতদিন পর তাই দুর্নীতি নিয়ে তাঁর এই বক্তব্যকে যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করছে বলিউড।