দীপাবলির উপহার, ২১,২৩০ রেকর্ড অঙ্কে খুলল শেয়ার বাজার

তথ্যপ্রযুক্তি, মেটাল, ব্যাঙ্কিং ও গাড়ি শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়ায় শুক্রবার রেকর্ড অঙ্কে খুলল সেনসেক্স। এ দিন ২১,২৩০.৬৭ অঙ্কে খোলে শেয়ার বাজার। নিফটির শেয়ার সূচক রেকর্ড গড়ার থেকে ৩৫ পয়েন্ট নিচে খুলেছে। এই লগ্নি সংস্থার সূচক ৬,৩২২ পয়েন্ট। কিন্তু গত তিন বছরের নিরিখে নিফটির শেয়ার সূচক শীর্ষে ছুঁয়েছে।

Updated By: Nov 1, 2013, 10:09 AM IST

তথ্যপ্রযুক্তি, মেটাল, ব্যাঙ্কিং ও গাড়ি শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়ায় শুক্রবার রেকর্ড অঙ্কে খুলল সেনসেক্স। এ দিন ২১,২৩০.৬৭ অঙ্কে খোলে শেয়ার বাজার। নিফটির শেয়ার সূচক রেকর্ড গড়ার থেকে ৩৫ পয়েন্ট নিচে খুলেছে। এই লগ্নি সংস্থার সূচক ৬,৩২২ পয়েন্ট। কিন্তু গত তিন বছরের নিরিখে নিফটির শেয়ার সূচক শীর্ষে ছুঁয়েছে।
অক্টোবরে ৯.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। ২০১২-র জানুয়ারি পর থেকে বাজারে যে মন্দার প্রভাব বারছিল, তা এবার কাটতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। গত দু`সপ্তাহে সোনার দাম বেশ পতন লক্ষ্য করা যায়।

.