অপরিশোধিত তেলের নজিরবিহীন পতন, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স-নিফটি
অপরিশোধিত তেলের শেয়ার দর মাত্র এক ঘণ্টায় ৩১ শতাংশ পড়েছে। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের জেরে পতনের পর এই প্রথম অপরিশোধিত তেলের দর এত নীচে নামল
নিজস্ব প্রতিবেদন: দোলের দিনে নজিরবিহীন পতন শেয়ার বাজারে। দুপুর একটা নাগাদ এক ধাক্কায় সেনসেক্সের পতন হল ২ হাজার পয়েন্ট। দেড়টায় আরও ৩০০ পয়েন্ট পড়ল। নিফটি ৬৪২ পয়েন্ট পড়ে ১০,৩০০ সূচকে দাঁড়িয়ে। এক ধারে ইয়েস ব্যাঙ্কের সঙ্কট। অন্য দিকে বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। জোড়া ফলায় কার্যত বিশ্বের সব দেশের শেয়ার সূচক নিম্নগামী।
অপরিশোধিত তেলের শেয়ার দর মাত্র এক ঘণ্টায় ৩১ শতাংশ পড়েছে। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের জেরে পতনের পর এই প্রথম অপরিশোধিত তেলের দর এত নীচে নামল। আগামী দিনে এই পতন অব্যাহত থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ দিন বম্বে স্টক এক্সচেঞ্চের মোট শেয়ার দরের ৬.৩৫লক্ষ কোটি টাকা মুহূর্তের মধ্যে মুছে যায়।
আরও পড়ুন- কেরলের ৩ বছরের শিশু; জম্মুর বৃদ্ধার দেহে মিলল করোনাভাইরাস, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাসের আতঙ্কের জেরে দ্রুত চাহিদা কমছে অপরিশোধিত তেলের। অধিকাংশ দেশ তেল আমদানি-রফতানিতে নিয়ন্ত্রণ করেছে। উল্লেখ্য, প্রায় এক লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু ৩ হাজার ছাড়িয়েছে। চিনের পর জাপান, ইরান, ইতালি এমনকি আমেরিকায় ভয়াবহ আকার ধারণ করেছে। চিনের অধিকাংশ কলকারখানায় তালা পড়েছে। উত্পাদন কার্যত থমকে। চাহিদা তলানিতে ঠেকেছে। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বজুড়ে। বিশেষজ্ঞদের মতে, চিন-আমেরিকার শুল্কযুদ্ধের থেকে শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে করোনা আতঙ্কে।