১৮ হাজার পয়েন্ট পেরোল সেনসেক্স

উৎপাদন বেড়েছে ভারতীয় শিল্পক্ষেত্রের। গ্রিসের ইউরো জোন থেকে বেরিয়ে আসার সমস্যার আশু সমাধানসূত্র মিলেছে। বিমান পরিষেবা ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের পক্ষে সওয়াল করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং। যার জেরে ঘুরে দাঁড়াল সেনসেক্স সূচক।

Updated By: Sep 12, 2012, 07:13 PM IST

উৎপাদন বেড়েছে ভারতীয় শিল্পক্ষেত্রের। গ্রিসের ইউরো জোন থেকে বেরিয়ে আসার সমস্যার আশু সমাধানসূত্র মিলেছে। বিমান পরিষেবা ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের পক্ষে সওয়াল করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং। যার জেরে ঘুরে দাঁড়াল সেনসেক্স সূচক। গত ছ`দিনের উর্ধ্বমুখি ধারা বজায় রেখে বুধবার একেবারে ১৪৭ পয়েন্ট লাফিয়ে ১৮ হাজার ছুঁল সেনসেক্স। গত ছ`মাসে শেয়ার বাজেরের সর্বাধিক উত্তরণকে বড়সড় সাফল্য বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ফল স্বরূপ আগামীতে রিজার্ভ ব্যাঙ্ককের ঋণের ওপর সুদ কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মূলত ভারি শিল্প ও গাড়ি শিল্পে শেয়ার বৃদ্ধির প্রভাবে `বেঞ্চমার্ক` সূচক ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়াল ১৮,০০০.০৩ পয়েন্টে। বাণিজ্য নগরীর উত্তরণের প্রভাব পড়েছে বিনিয়োগকারী সংস্থা গুলির শেয়ারেও। এদিন বাজার বন্ধ হওয়ার সময় টাটা মোটরসের সূচক ৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লাভবান হয়েছে জিন্দাল স্টিল, কোল ইন্ডিয়ার মতো সংস্থাগুলি।
বিশেষজ্ঞদের মতে, বুধবার জার্মানির সর্বোচ্চ আদালত শর্তসাপেক্ষে ইউরোপিয় `বেলআউট ফান্ড` অনুমোদন করায় এশিয়া ও ইউরোপের শেয়ারে সচ্ছলতা বেড়েছে। যার প্রভাব পড়েছে দেশের বাজারে। জাতীয় স্টক এক্সেঞ্জ নিফটির শেয়ারও ০.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪৩১ পয়েন্টে বন্ধ হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, আগামী সপ্তাহে এফডিআইয়ে কেন্দ্রের অনুমোদন অসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

.