জেলখাটা বিষ মদ কারবারির সঙ্গে সেলফি, কোণঠাসা নীতীশ

Updated By: Nov 1, 2017, 04:03 PM IST
জেলখাটা বিষ মদ কারবারির সঙ্গে সেলফি, কোণঠাসা নীতীশ

নিজস্ব প্রতিবেদন:  বিষ মদ কেলেঙ্কারিতে অভি‌যুক্ত জেডিইউ নেতার সঙ্গে সেলফি তুলে বিপাকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখরক্ষায় রাকেশ সিং নামে ব্লকস্তরের ওই নেতাকে বহিষ্কার করেছে জেডিইউ।

গত রবিবার নীতীশ কুমারের সঙ্গে রাকেশ সিংয়ের ওই ছবি প্রকাশ্যে আসে। ছবিটি তোলা হয়েছে নীতীশ কুমারের বাসভবনে। ছবিতে দেখা ‌যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশেই বসে রয়েছে রাকেশ। ছবিটি সর্বসমক্ষে আসতেই রাজ্যজুড়ে প্রবল হইচই পড়ে ‌যায়। বাধ্য হয়েই তড়িঘড়ি ব্যবস্থা নেয় জেডিইউ।

বিপাকে পড়ে নীতীশ কুমারের সাফাই, রাকেশ সিং সম্প্রতি একজন শিক্ষককে তাঁর কাছে এনেছিল। ওই শিক্ষক তাঁর ছেলের বিয়েতে পণ নেবেন না বলে জানিয়েছিলেন। তাই ওর সঙ্গে দেখা হয়েছিল। রাকেশ সম্পর্কে আমাদের কারও কোনও ধারনা ছিল না। কিন্তু ‌যখনই ওর সম্পর্কে জানতে পারি তখনই ওকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন-সানির পথেই মিয়া? ভারতীয় সিনেমায় অভিনয় করবেন লেবানিজ পর্নস্টার

উল্লেখ্য, ২০১২ সালে বিহারের ভোজপুর জেলায় বিষ মদে খেয়ে ২৯ জনের মৃত্যু হয়। ওই মদ বিক্রি হয়েছিল রাকেশ সিংয়ের দোকান থেকেই। ওই ঘটানায় পুলিশ রাকেশকে গ্রেফতার করে। ইতিমধ্যেই ২ বছর জেলে কাটিয়েছে রাকেশ। এখন সে জামিনে মুক্ত। এহেন লোকের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশিত হওয়া প্রবল আক্রমণের মুখে পড়ে ‌যান নীতীশ।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নীতীশ কুমারকে নিশানা করেছে আরজেডি। লালুর ছেলে তেজস্বী ‌যাদব বলেন, রাজ্যে মদ বন্ধ করার ঘোষণার পুরোটাই নাটক। জেডিইউ চলে বেআইনি মদ বিক্রির টাকায়। ‌যেভাবে একজন জেলখাটা মদ ব্যবসায়ী খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছে তাতে বোঝা ‌যায় মুখ্যমন্ত্রী কী ধরনের লোকজনের সঙ্গে ওঠাবসা করেন।

আরও পড়ুন-'প্রধানমন্ত্রীর দফতরের' ভুয়ো আধিকারিক! ছোট্ট ভুলে ধরা পড়লেন কানহাইয়া কুমার

.