মোদী সরকারের গো-বিধিতে সুপ্রিম ধাক্কা
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। মোদী সরকারের গো-বিধির ওপর গোটা দেশেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। উনত্রিশে মে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, জবাইয়ের উদ্দেশ্যে যেখানে-সেখানে পশুবাজার বসানো যাবে না। নির্দিষ্ট পদ্ধতি মেনে জবাইয়ের জন্য পশু কেনা যাবে। কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। আজ শীর্ষ আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাধারণ মানুষের জীবনধারণকে কখনই অনিশ্চয়তার মুখে ফেলা যায় না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গো-বিধি বলবত্ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। (আরও পড়ুন- স্বস্তিতে ৩৩ হাজার পরীক্ষার্থী, কাটল IIT-জয়েন্টের জট, স্থগিতাদেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের)
ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। মোদী সরকারের গো-বিধির ওপর গোটা দেশেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। উনত্রিশে মে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, জবাইয়ের উদ্দেশ্যে যেখানে-সেখানে পশুবাজার বসানো যাবে না। নির্দিষ্ট পদ্ধতি মেনে জবাইয়ের জন্য পশু কেনা যাবে। কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। আজ শীর্ষ আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাধারণ মানুষের জীবনধারণকে কখনই অনিশ্চয়তার মুখে ফেলা যায় না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গো-বিধি বলবত্ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। (আরও পড়ুন- স্বস্তিতে ৩৩ হাজার পরীক্ষার্থী, কাটল IIT-জয়েন্টের জট, স্থগিতাদেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের)